লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের ধাক্কায় শচিন দাস পানিকা (২৮) নামে এক কারখানা শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৭-সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শচিন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কুরমা চা বাগানের বাসিন্দা বালক দাস পানিকার ছেলে। কর্মস্থলে যাওয়ার পথে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন।
এ ঘটনায় মোটরসাইকেল আরোহী মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের রাজ্জাক তালুকদারের ছেলে ইউসুফ তালুকদার গুরুতর আহত হয়েছেন। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বজনদের ভাষ্য, শচিনের মৃত্যুর পর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে—কেবল স্মৃতি আর কষ্টই রয়ে গেল তাদের কাছে।