বোয়ালখালী উপজেলা প্রশাসনের দুর্গাপূজার প্রস্তুতি সভা
বোয়ালখালী উপজেলা প্রশাসনের দুর্গাপূজার প্রস্তুতি সভা
আপডেট সময় :
২০২৫-০৯-১৭ ২১:৩২:১০
বোয়ালখালী উপজেলা প্রশাসনের দুর্গাপূজার প্রস্তুতি সভা
বোয়ালখালী উপজেলা প্রশাসনের দুর্গাপূজার প্রস্তুতি সভা
এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম
চট্টগ্রামে বোয়ালখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং পূজা চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বোয়ালখালী উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে বোয়ালখালী উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ এর সভাপতিত্বে এই সময় আরো উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বোয়ালখালী পৌরসভা কানিজ প্রশাসক কানিজ ফাতেমা, বোয়ালখালী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর রাসেল, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুর রহমান, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি পূজা উদযাপন পরিষদ এর ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তিবর্গসহ অন্যান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
এই সময় বক্তরা বলেন, “শান্তি, শৃঙ্খলা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য সকলের সহযোগিতা অপরিহার্য। আমরা পূজা উদযাপন কমিটি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সর্বোপরি এলাকার সাধারণ জনগণের সহযোগিতা কামনা করছি
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স