দুর্গাপূজা উপলক্ষে রাণীশংকৈলে প্রস্তুতি সভা
দুর্গাপূজা উপলক্ষে রাণীশংকৈলে প্রস্তুতি সভা
আপডেট সময় :
২০২৫-০৯-১৭ ২০:৩৬:১০
দুর্গাপূজা উপলক্ষে রাণীশংকৈলে প্রস্তুতি সভা
দুর্গাপূজা উপলক্ষে রাণীশংকৈলে প্রস্তুতি সভা
মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাণীশংকৈল উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতি: দায়িত্ব) রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ ওসি আরশেদুল হক, রাণীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, রাণীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান ও সেক্রেটারি রজব আলী, রাণীশংকৈল পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহজাহান আলী ও সম্পাদক মহসিন আলী, রাণীশংকৈল পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অমেন্দ্র মালাকার, সাধারণ সম্পাদক হরিমোহন রায়, হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি গৌর চন্দ্র বসাক, সাংগঠনিক সম্পাদক জগদীশ চন্দ্র ভৌমিক প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতা-কর্মী, পূজামণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় রাণীশংকৈলে অনুষ্ঠিত পূজা মণ্ডপগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন স্তরে নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা, সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত পুলিশ ও আনসার মোতায়েন, স্বেচ্ছাসেবক দল গঠন, ডিজে গান বাদ দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য পূর্ণ সঙ্গীত পরিবেশন এবং সরকারি নিদের্শনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে প্রতিমা বিসর্জনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এছাড়া কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশকে জানানোর অনুরোধ করেন রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ ও উপজেলা প্রশাসন
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স