ভূঞাপুরে আসামি ধরতে গিয়ে পুলিশের ৪ সদস্য আহত
আপডেট সময় :
২০২৫-০৮-২৪ ২১:২০:০৪
ভূঞাপুরে আসামি ধরতে গিয়ে পুলিশের ৪ সদস্য আহত
মো. শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে অপারেশন ডেভিলহান্টের অভিযানে নাশকতার মামলায় আলম শেখ (৩৫) নামে এক আসামি ধরতে গিয়ে ধস্তাধস্তিতে পুলিশের ৪ সদস্য আহত হয়েছেন।
রবিবার (২৪ আগস্ট) দুপুরে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত শনিবার (২৩ আগস্ট) রাতে উপজেলার গাবসার ইউনিয়নে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলম শেখকে (৩৫) গ্রেফতার করতে যায় পুলিশ। এসময় তাকে গ্রেফতার করতে গিয়ে ধস্তাধস্তিতে ভূঞাপুর থানার ৪ পুলিশ সদস্য আহত হয়।
গ্রেফতারকৃত আলম শেখ উপজেলার মেঘারপটল গ্রামের মো. ফজলুল শেখের ছেলে।
এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম জানান, টাঙ্গাইল সদর থানার একটি নাশকতা মামলার আসামি আলম শেখকে ধরতে গত শনিবার পুলিশের একটি দল অভিযান চালায়। এতে তাকে ধরতে গেলে ধস্তাধস্তিতে পুলিশের ৪ সদস্য আহত হলেও তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। পরে গ্রেফতারকৃত আলম শেখকে রবিবার সকালে টাঙ্গাইল সদর থানায় প্রেরণ করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স