আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মো: মেহেদী হাসানের বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন, গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে ভোলা জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে এই কর্মসূচি পালন করেন বোরহানউদ্দিন উপজেলার সর্বস্তরের জনগণ। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক মো: আজাদ জাহানের কাছে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে এসময় বক্তারা বলেন, বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মো: মেহেদী হাসান একজন সৎ, সাহসী, মানবিক জনবন্ধন কর্মকর্তা। তিনি গত বছর জুলাই মাসে যোগদানের পর থেকে ভূমি অফিসে ঘুষ ও অনিয়ম দুর্নীতি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ভুমি দস্যুদের দমন করেন তিনি। এছাড়াও তিনি গরীব ও অসহায় মানুষের সেবায় সব সময়ই নিয়োজিত ছিলেন এবং বোরহানউদ্দিনের অবৈধভাবে বালু উত্তালন বন্ধ হয়েছে। বোরহানউদ্দিন উপজেলার একদল কুচক্রি মহলের ষড়যন্ত্রের কারণে তাকে বদলী করা হয়েছে দাবী করে তার বদলীর আদেশ দ্রুত প্রত্যাহারের দাবী করেন তারা।
এসময় বক্তব্য রাখেন, এ্যাডভোকেট মো: আলী বিশ্বাস, সাংবাদিক শিমূল চৌধুরী, ভোলা কলেজের ছাত্র মো: মহিন বিন সাইফুল্লাহ, সাধারণ জনতা দিলিপ কুমার দত্ত, মো: হানিফ, জহিরুল ইসলাম প্রমূখ।