মকবুল হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ র্যাব-১৪, এর Lost and Found cell’’ কর্তৃক ০৬ টি হারানো মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন র্যাব-১৪, ময়মনসিংহের অধিনায়ক।
ময়মনসিংহ র্যাব-১৪, সম্প্রতি ছিনতাইকৃত ও হারানো মোবাইল ফোন উদ্ধার সংক্রান্তে ‘’Lost and Found cell’’ গঠনপূর্বক এর দায়িত্বপূর্ণ এলাকায় ছিনতাইকৃত ও হারানো মোবাইল ফোন উদ্ধার করে উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর ও এর সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এই ধারাবাহিকতায়, ময়মনসিংহ র্যাব-১৪, ’'Lost and Found cell’’ এর সদস্যগণ তথ্য প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার উত্তরা ১১ নং সেক্টর ও গুলিস্থান, গাজীপুর জেলার শ্রীপুর, কিশোরগঞ্জ জেলার ভৈরব ও হোসেনপুর এবং ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকা হতে ০৬ টি হারানো মোবাইল ফোন জিডি মূলে উদ্ধারপূর্বক ২৪ আগস্ট ২০২৫খ্রি. সকাল ১১:৩০ ঘটিকায় র্যাব-১৪, ময়মনসিংহ অধিনায়ক কর্তৃক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন। হারানো এবং ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার র্যাব-১৪ এর ‘’Lost and Found cell’’ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা যায়।