ঢাকা , রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ , ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাাড়ায় বিএনপির দুই মনোনয়ন প্রত্যাশীর অনুসারীদের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা

বিশেষ প্রতিনিধি
আপডেট সময় : ২০২৫-০৮-২৩ ১৮:৫৫:০৪
বানারীপাাড়ায় বিএনপির দুই মনোনয়ন প্রত্যাশীর অনুসারীদের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা বানারীপাাড়ায় বিএনপির দুই মনোনয়ন প্রত্যাশীর অনুসারীদের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা
 
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দলের কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু ও কর্নেল (অব.) সৈয়দ আনোয়ার হোসেনের অনুসারীদের মধ্যে হামলা, সংর্ঘষ ও পাল্টাপাল্টি মামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হঠাৎ করে বানারীপাড়ায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।


জানা গেছে, বুধবার (২০ আগস্ট) দিনভর বরিশাল-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সেনাবাহিনীর (অব.) কর্নেল সৈয়দ আনোয়ার হোসেন বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারের লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করেন।পরে এদিন সন্ধ্যায় তিনি তার উদয়কাঠি ইউনিয়নের লবণসাড়া গ্রামের বাড়িতে ফেরার পথে বড় ব্রিজের ঢালে অপর মনোনয়ন প্রত্যাশী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর অনুসারী বিএনপি নেতা-কর্মীরা জড়ো হলে তার অনুসারীদের সঙ্গে সংর্ঘষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষে বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন।


এর প্রতিবাদে সান্টু অনুসারী উপজেলা, পৌর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শুক্রবার, (২২ আগস্ট) সকালে পৌর শহরে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এদিন ( শুক্রবার) দুপুরে কর্নেল ( অব.) সৈয়দ আনোয়ার হোসেন উপজেলার লবণসাড়া গ্রামের বাড়িতে তার সদ্য প্রয়াত ছোট ভাই জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক সৈয়দ কামরুল ইসলামের দোয়ানুষ্ঠান শেষে সন্ধ্যায় বরিশাল হয়ে ঢাকায় ফেরার পথে তার ওপর বানারীপাড়া পৌর শহরে সান্টুপন্থী নেতা-কর্মীদের হামলার আশঙ্কায় সেনাবাহিনী ও পুলিশী নিরাপত্তা জোরদার করা হয়।


এদিকে বৃহস্পতি ও শুক্রবার  বানারীপাড়া থানায় এস সরফুদ্দিন আহমেদ সান্টুপন্থী ১৩ নেতা-কর্মীর বিরুদ্ধে কর্নেল (অব.) সৈয়দ আনোয়ার হোসেনপন্থী মোজাম্মেল হোসেন ডালু বাদী হয়ে এবং কর্নেল (অব.) সৈয়দ আনোয়ার হোসেনপন্থী ২১ নেতা-কর্মীর বিরুদ্ধে এস সরফুদ্দিন আহমেদ সান্টুপন্থী সাইফুল ইসলাম রানা বাদী হয়ে পাল্টাপাল্টি মামলা দায়ের করেন। সান্টুপন্থী মামলার বাদীর দাবি বুধবার (২০ আগস্ট) বিকালে বিএনপির নির্বাচনী সেন্টার কমিটি গঠনকল্পে সভার আয়োজন করা হলে আনোয়ার পন্থী আসামীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের নেতা-কর্মীদের ওপর হামলা করে কয়েকজনকে আহত করেন। অপরদিকে আনোয়ারপন্থী মামলার বাদীর অভিযোগ একই দিন তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ, পথসভা ও গণসংযোগ শেষে বাড়ি ফেরার পথে সান্টু অনুসারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের নেতা-কর্মীদের ওপর অর্তকিত হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন। 


মামলার আসামীরা হলেন সান্টুপন্থী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সবুর খান, ইলুহার ইউনিয়ন বিএনপির সভাপতি শাকিল আহম্মেদ, সফিকুল ইসলাম তুহিন, মোঃ এনায়েত, মোঃ শহিদ, মোঃদুলাল, আনছার, মোঃ নাছির, রফিক মল্লিক, মাকসুদুর রহমান, ডালিম, মেহেদী হাসান মিঠু,রানা তালুকদার, অপি হোসেন ও রাসেল।


আনোয়ার পন্থী আসামীরা হলেন উপজেলা চারদলীয় জোটের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি সৈয়দ আফতাব হোসেন মোফাক্কের, সাবেক পৌর কাউন্সিলর তরিকুল ইমলাম মিল্টন, সৈয়দ আরিফুর রহমান নিক্সন, মিজান রাড়ী, মিলন বেপারী, এসএম তারেক সরদার, ইয়ার হোসেন, জাকির হোসেন, তন্ময়, তাহসিন রাঢ়ী, মোঃ নুরুজ্জামান, খলিলুর রহমান সিকদার, মোঃ আলম, সৈয়দ হাফিজুর রহমান লিটন, সৈয়দ মাহাতাব হোসেন, শহিদ বালী, শামিম হোসেন, নিজাম তালুকদার, রফিকুল ইসলাম, বাদশা ও পরাগ। উভয় মামলায় বেশ কয়েকজন অজ্ঞাতনামা আসামীও রয়েছেন। বানারীপাড়া থানার ওসি মোঃ মোস্তফা দুটি মামলা রেকর্ডের সত্যতা স্বীকার করেন।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ