ঢাকা , সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ , ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীর চিহ্নিত দুর্ধর্ষ মাদক সম্রাট যুবরাজ খান গ্রেফতার


আপডেট সময় : ২০২৫-০৮-২৪ ১৪:২৯:৪০
কাউখালীর চিহ্নিত দুর্ধর্ষ মাদক সম্রাট যুবরাজ খান গ্রেফতার কাউখালীর চিহ্নিত দুর্ধর্ষ মাদক সম্রাট যুবরাজ খান গ্রেফতার
 
কাউখালী প্রতিনিধি।
 
পিরোজপুরের কাউখালী থানা পুলিশ দুর্ধর্ষ চিহ্নিত মাদক সম্রাট যুবরাজ খানকে গ্রেফতার করে।


কাউখালী থানা সূত্র জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এক ঝটিকা অভিযান চালিয়ে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামের বেলতলা নিবাসী সেকান্দার খানের ছেলে এলাকার চিহ্নিত মাদক সম্রাট যুবরাজ খানকে ২০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করে। অভিযানের নেতৃত্ব দেন কাউখালী থানার এসআই মোঃ মাসুদ আল মামুন। মাদক সম্রাট যুবরাজ বিভিন্ন এলাকা হইতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় করে উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রি করিয়া এলাকার যুবসমাজ ও স্কুল কলেজগামী ছেলেদেরকে বিপথগামী করিয়া তোলা সহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে।


এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, মাদক সম্রাট যুবরাজ খানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তার বিরুদ্ধে কাউখালী থানায় একাধিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা আছে। আসামিকে আজ রবিবার (২৪ আগস্ট) পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ