ঢাকা , রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ , ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গঠনতন্ত্র ছাড়া সরকার গঠন করা সম্ভব নয় -উলিপুরে ফরহাদ মজহার


আপডেট সময় : ২০২৫-০৮-২৪ ১৪:০৪:১৮
গঠনতন্ত্র ছাড়া সরকার গঠন করা সম্ভব নয় -উলিপুরে ফরহাদ মজহার গঠনতন্ত্র ছাড়া সরকার গঠন করা সম্ভব নয় -উলিপুরে ফরহাদ মজহার

 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

সকলে মিলে আলোচনা করে গ্রহণযোগ্য একটি সংবিধান তৈরি করে নতুন রাষ্ট্র গঠন করতে হবে। আগে গঠনতন্ত্র পরে নির্বাচন। শাসনতন্ত্রের জন্য সংবিধানের প্রয়োজন। গঠনতন্ত্র ছাড়া সরকার গঠন করা সম্ভব নয়। সকলে মিলে গণতন্ত্র নিশ্চিত করতে হবে। খসড়া গঠনতন্ত্র তৈরি করে জনগনের মাঝে পৌঁছে দিতে হবে। জনগনের নিকট তা গ্রহনযোগ্য হলে সেই মোতাবেক নির্বাচন দিয়ে সরকার গঠন করতে হবে। যে নির্বাচনে সকল দলের অংশগ্রহণ থাকবে।


কুড়িগ্রামের উলিপুরে জুলাই গণঅভূত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি নিয়ে আলোচনা সভায় কথা গুলো বলেন, কবি, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার। শনিবার (২৩ আগষ্ট) দুপুরে উলিপুর জ্ঞানতরু সাহিত্য ও সংস্কৃতি পরিষদের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ আলোচনা সভা হয়। এতে তিনি প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন।


এ সময় তিনি বলেন, আমরা এমন একটি রাষ্ট্র চাই যা দৈনন্দিন জীবনের সংগ্রামকে জাগ্রত করে তুলবে। যে রাষ্ট্র হবে আমাদের রাষ্ট্র জনগনের রাষ্ট্র। এ রাষ্ট্র কেমন হবে তা জনগণই তা ঠিক করবে। জনগনের মতামত নিয়েই রাষ্ট্র গঠন করতে হবে। নিরোপক্ষ নির্বাচন দিয়ে জনগনের মতামতের উপর সরকার গঠন করতে হবে। যে সরকার হবে নিরপেক্ষ।


ফ্যাসিষ্ট হাসিনার সময়ে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল। অনেক বিএনপি নেতা-কমীদের মিথ্যা মামলা-হামলা ও হয়রানীর শিকার হতে হয়েছিল। যা এখন নিস্পত্তি হচ্ছে। জামায়াতকে নিষিদ্ধ করতে চেয়েছিল তা পারেনি। প্রভাষক সাখওয়াত হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমকালের সাংবাদিক শাহরিন আরাফাত, অধ্যাপক আব্দুল বারি, উলিপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ ও জুলাইযোদ্ধা আব্দুল্ল্যাহ আল নাহিন।


 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ