পীরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার!
আপডেট সময় :
২০২৫-০৮-২৪ ১৩:৫৯:০০
পীরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার!
ক্রাইম রিপোর্টার পীরগঞ্জ
মোস্তফা মিয়া
রংপুরের পীরগঞ্জে সেনা ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ মোছাম্মৎ ঝর্না বেগম (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে পীরগঞ্জ উপজেলার ৯নং ইউনিয়নের গোবরা কুতুবপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পীরগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. রাকিবুল ইসলাম। এতে সেনাবাহিনীর ১৬ সদস্যের টহল দল ও পুলিশের ৬ সদস্য অংশ নেন। অভিযানকালে তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩টি মোবাইল ফোন, ৮৭ হাজার ৬০০ টাকা নগদ অর্থ এবং ইয়াবা সেবনের প্রচুর সরঞ্জাম উদ্ধার করা হয়।
যৌথবাহিনী জানায়, ঝর্না বেগম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ থাকলেও এতদিন তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী ও উদ্ধারকৃত আলামত পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
থানার ওসি শফিকুল ইসলাম জানান, “ঘটনার বিষয়ে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স