কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় নতুন ঘর পেয়ে আবেগে আপ্লুত উপজেলার সদর ইউনিয়নের বাশরী গ্রামের দিনমজুর ওমর ফারুক। এ সময় তিনি বলেন, ঘরে ঠোকা প্রতিটি পেরেক আপনাদের জন্য দোয়া করবে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে অতি বর্ষণে ক্ষতিগ্রস্ত দরিদ্র ওমর ফারুকের পরিবারের জীবনমান উন্নয়নে নির্মিত নতুন ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাবি হাতে তুলে দেন পিরোজপুর জেলা প্রশাসক মোঃ আশরাফুল আলম খান। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আলাউদ্দিন ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান।
উল্লেখ্য, দিনমজুর ওমর ফারুকের বসত ঘরটি বসবাসের অযোগ্য হয়ে পড়ায় পলিথিন দিয়ে কোন মতে বসবাস করত। নতুন ঘর তোলার সামর্থ্য এই দিনমজুরের ছিল না। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বিভিন্ন মাধ্যমে হতভাগ্য ওমর ফারুকের ঘরের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সরকারের পক্ষ থেকে নতুন ঘর তুলে দেওয়ার আশ্বাস দেন।
এ সময় জেলা প্রশাসক মোঃ আশরাফুল আলম খান বলেন, অসহায় হত দরিদ্র পরিবারের পাশে সরকার সবসময় আছে। সরকারের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি অসহায় ও হত দরিদ্র পরিবারদের যাচাই বাছাই করে বিভিন্ন প্রকার সরকারি সাহায্য ও সহযোগিতা করা।