হিজলায় শিক্ষক লাঞ্ছিত ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ।
আপডেট সময় :
২০২৫-০৮-২১ ২০:৩০:৪৪
হিজলায় শিক্ষক লাঞ্ছিত ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ।
মামুন জমাদার, হিজলা প্রতিনিধি :
বরিশালের হিজলা উপজেলার ডাঃ খাদেম হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিত করার ঘটনায় ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা ও ক্লাস বর্জন করেন। জানা গেছে গত মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজাদ সামাদ এর ক্লাসে ছাত্র ছাত্রীরা বই নিয়ে আসেনি। তখন শিক্ষক ছাত্র ছাত্রীদের শাসন করেন।
এ ঘটনায় নবম শ্রেণীর ছাত্রী নাফিজা তার বাবা দুলাল মুন্সিকে অবহিত করেন। তিনি মেয়েকে শাসন করার কারণে বিদ্যালয় এসে শিক্ষককে লাইব্রেরীতে লাঞ্চিত করেন। এ ঘটনা শুনে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকাল দশটায় তারা ক্লাস বর্জন করে। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পার্শ্ববর্তী মৌলভীবাজার সহ আশেপাশে বিভিন্ন সড়কে বিক্ষোভ প্রদর্শন করে।
এ সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার ও হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম তৎক্ষণিক ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন
এবং শিক্ষক ও অভিভাবক দুলাল মুন্সির নিকট বিষয়টি জেনে সকলের উপস্থিতিতে মিমাংসা করেন। অভিভাবক দুলাল মুন্সি, শিক্ষক ও শিক্ষার্থীদের নিকট ভুলের জন্য ক্ষমা চান।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স