র্যাব ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ৭২৭৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ।
র্যাব ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ৭২৭৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ।
নিজস্ব প্রতিবেদক
র্যাব-৪ এবং পরিবেশ অধিদপ্তর এর যৌথ অভিযানে ০৭ (সাত) টনের অধিক (৭২৭৫ কেজি) নিষিদ্ধ পলিথিন জব্দ ১। “বাংলাদেশ আমার অহংকার”- এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে নিষিদ্ধ কার্যক্রমের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায়, ২০ আগস্ট ২০২৫ তারিখ ১১.০০ ঘটিকায় ঢাকা মহানগরীর শাহআলী থানাধীন ছিন্নমূল শপিং কমপ্লেক্স ও এর আশে পাশে এলাকায় পরিবেশ অধিদপ্তর ঢাকার মনিটরিং এন্ড এন ফোর্সমেন্ট উইং এবং র্যাব-৪ এর একটি যৌথ আভিযানিক দল বিজ্ঞ এক্সিকিউটিভ মেজিস্ট্রেট জনাব মোঃ রেজওয়ান-উল-ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান, কোম্পানী কমান্ডার, স্পেশাল কোম্পানী, র্যাব-৪ এর নেতৃত্বে নিষিদ্ধ ০৭ (সাত) টনের অধিক (৭২৭৫ কেজি) পলিথিন জব্দ করা হয়। উক্ত নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকায় মনিটরিং এন্ড এন ফোর্সমেন্ট উইং এ হস্থান্তর করা হয়েছে। অদূর ভবিষ্যতে এরূপ অবৈধ কার্যক্রমের সাথে জড়িতদের বিরুদ্ধে র্যাব-৪ এর জোড়ালো সাড়াঁশি অভিযান অব্যাহত থাকবে। ৩। পরবর্তীতে পরিবেশ অধিদপ্তর কর্তৃক আইনগত ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স