কালকিনিতে ছাত্রলীগের সহ-সভাপতি ইকবাল গ্রেফতার
কালকিনিতে ছাত্রলীগের সহ-সভাপতি ইকবাল গ্রেফতার
আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক :
মাদারীপুর জেলা ও কালকিনি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইকবাল হোসেন-(৩৭)কে গ্রেফতার করেছে কালকিনি থানা পুলিশ। রোববার (১৭ আগস্ট) বিকেলে কালকিনি উপজেলা পরিষদ চত্ত্বরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইকবাল হোসেন উপজেলার লক্ষীপুর ইউনিয়নের রায়পুর ভাটবালী গ্রামের মোঃ জুলফিকার আলী সরদারের ছেলে।
জানা যায়, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর থেকে গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন কিছুদিন আত্মগোপনে থাকলেও পরে উপজেলার বিভিন্নস্থানে অবস্থান করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে তাকে গ্রেফতার করেন
এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও কালকিনি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ইকবাল হোসেনের বিরুদ্ধে চাদাঁবাজি সহ বিস্ফোরক মামলা রয়েছে। তাই তাকে কালকিনি উপজেলার সামনে থেকে গ্রেফতার করা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নিয়ে বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স