সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবীতে বোয়ালখালী প্রেসক্লাবের প্রতিবাদ সভা।
আপডেট সময় :
২০২৫-০৮-১৬ ১৩:৫১:০৬
সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবীতে বোয়ালখালী প্রেসক্লাবের প্রতিবাদ সভা।
এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম।
দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর অফিসের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন-কে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতকরণসহ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বোয়ালখালী প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে বোয়ালখালী প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সভা প্রেসক্লাবের সভাপতি মো: সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইয়াছিন চৌধুরী, র পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলা টিভি,র চট্টগ্রাম ব্যুরো প্রধান লোকমান চৌধুরী।
এসময় বক্তব্য রাখেন, শিক্ষানুরাগী ও সমাজসেবক মাহমুদুল হক মেম্বার, কার্যকরি সদস্য এমরান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক প্রভাষ চক্রবর্তী, শাহা আলম বাবলু, খোরশেদুল আলম, খোরশেদ আলম, আবদুল মতিন চৌধুরী, তৌহিদুর রহমান, সুমন চক্রবর্তী, ফজলুল রহমান, এম মনির চৌধুর রানা, হাসানুল আলম, তাজুল ইসলাম, শাহেদ হোসাইন ছোটন, এম, আর তাওহীদ ও বিপ্লব দাশ প্রমূখ।
সভায় বক্তারা সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের মাধ্যমে রায় কার্যকর করা এবং পূর্বে সাগর রুনী হত্যাসহ সকল সাংবাদিক হত্যা নির্যাতনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচার কার্য শেষ করার দাবি জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স