ঢাকা , শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ , ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিএম কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন খালেদ বাবর


আপডেট সময় : ২০২৫-০৮-১৬ ১২:০৭:৪৮
বিএম কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন খালেদ বাবর বিএম কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন খালেদ বাবর
মোঃ ইমতিয়াজ উদ্দিন সরদার।
ক্রাইম রিপোর্টার,


আজ ১৫ ই আগস্ট, রোজ শুক্রবার, বরিশাল মহানগর ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে খালেদ হোসেন বাবরকে বি.এম. কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এর দায়িত্ব প্রদান করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম মুনিম (বাবু) দীর্ঘদিন যাবত অসুস্থ থাকায় ও ভারতের চিকিৎসাধীন থাকায় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ১ নং যুগ্ম আহবায়ক বাবর খালেদ কে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হলো। বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এক জরুরী সভায় আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন। এতে বি.এম. কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা অত্যন্ত খুশি হন এবং তাকে অভিনন্দন জানান। 

এ বিষয়ে বি.এম. কলেজ ছাত্রদল নেতা বি.এম.মিহাদ বলেন, আল্লাহ চাইলে সবই সম্ভব, রাজপথ কখনো বেইমানি করে না তারই উদাহরণ। বাবর খালেদ ভাইয়ের দীর্ঘ ত্যাগ, রাজপথের পরিশ্রম ও সততার পুরস্কার সৃষ্টিকর্তা দিয়েছে। আশা করছি অনাগত আগামী সাফল্যের তুলিতে রঙিন হবে। তার নেতৃত্বে সরকারি বিএম কলেজ ছাত্রদল আরও শক্তিশালী, সুশৃঙ্খল ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শিক ও দেশ নায়ক তারেক রহমানের বিশ্বস্ত সৈনিক হয়ে থাকবে। আমি ধন্যবাদ জানাই মহানগর ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক কে আমাদের রাজনৈতিক অভিভাবক খালেদ বাবর ভাইকে আহ্বায়ক পদে দায়িত্ব দেয়ায়।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ