হিজলায় মেঘনা নদীতে জাহাজের ধাক্কায় মাল বোঝাই জাহাজ ডুবি।
আপডেট সময় :
২০২৫-০৮-১২ ২২:০৭:০৯
হিজলায় মেঘনা নদীতে জাহাজের ধাক্কায় মাল বোঝাই জাহাজ ডুবি।
হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে আলীগঞ্জ এলাকায় জাহাজের ধাক্কায় মালবোঝাই জাহাজ নদীতে ডুবে যায়। ঘটনাটি নিশ্চিত করে হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডল।
জানা যায়, ভারত থেকে ১১২০ মেট্রিক টন কাঁচামাল ফ্লাই-এস নিয়ে ঢাকার উদ্দেশ্য রওয়ানা হয়। গতকাল ১১ আগস্ট রাত, আনুমানিক ৩ টার সময় পথিমধ্যে আলীগঞ্জ বাজার সংলগ্ন মেঘনা নদীতে এম বি মিম নামের জাহাজটি নোঙর করে। তখন বিপরীত দিক থেকে এমবি আল কুরা-১ সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনা স্থলে নদীতে জাহাজটি তলিয়ে যায়। জাহাজে থাকা স্টাফরা অক্ষত রয়েছে।
এ ঘটনায় এম বি মিম জাহাজের মালিকের ভাই মানিক মিয়া হিজলা থানায় একটি সাধারণ ডায়রি করেন। হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডল জানান নদীতে জাহাজ ডুবির সংবাদ পেয়ে তাৎক্ষণিক ফোর্স নিয়ে ঘটনা স্থানে গিয়েছি। মালিক পক্ষের সাথে কথা হয়েছে। জাহাজটি উত্তোলনের তাদের সহযোগিতা করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স