ঢাকা , মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ , ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রায় পনের লক্ষ টাকার চোরাই কাপড় জব্দ


আপডেট সময় : ২০২৫-০৮-১২ ১৫:১০:১৭
প্রায় পনের লক্ষ টাকার চোরাই কাপড় জব্দ প্রায় পনের লক্ষ টাকার চোরাই কাপড় জব্দ
 
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) বিপুল পরিমাণ ভারতীয় ব্লেজারের কাপড় জব্দ করেছে, যার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা।
 
মঙ্গলবার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গত ১১ আগস্ট সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা ইউনিয়নে বাঙালভিটা বিওপির একটি টহল দল মালিকবিহীন অবস্থায় এসব কাপড় জব্দ করে। সীমান্ত পিলার ১১৯০/১৩-এস থেকে প্রায় ৩০০ গজ ভেতরে কান্দাপাড়া এলাকায় ২১০০ মিটার ভারতীয় ব্লেজারের কাপড় উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় চৌদ্দ লাখ সত্তর হাজার টাকা।
 
এ প্রসঙ্গে ২৮ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জানান, সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী বিজিবির টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। জব্দকৃত কাপড় সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ