ঢাকা , মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ , ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাবাকে হত্যাচেষ্টা মামলার আসামী ছেলে মাসুককে গ্রেফতার করেছে র‍্যাব।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৮-১২ ১৪:২১:৪১
বাবাকে হত্যাচেষ্টা মামলার আসামী ছেলে মাসুককে গ্রেফতার করেছে র‍্যাব। বাবাকে হত্যাচেষ্টা মামলার আসামী ছেলে মাসুককে গ্রেফতার করেছে র‍্যাব।

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় চাঞ্চল্যকর পারিবারিক সম্পত্তির দখলে বাবাকে হত্যাচেষ্টা মামলার আসামী ছেলে মাসুককে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারেক অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

মামলার বিবরণে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানাধীন তারাউল্লা এলাকার মোঃ ধনু মিয়ার দুই স্ত্রীর সংসার। প্রথম স্ত্রীর ঘরে ৫ ছেলে ও ১ মেয়ে রয়েছে ও দ্বিতীয় স্ত্রীর ঘরে ২ ছেলে ও ৩ মেয়ে আছে। সে দুই স্ত্রীর ৭ ছেলেকে আলাদাভাবে বাড়ি করে দিয়েছে এবং তার ছোট স্ত্রীর সঙ্গে একটি বাড়িতে বসবাস করে। সে তার প্রথম পক্ষের ছেলেদের অংশ তাদেরকে বুঝিয়ে দেন এবং তাদের আর কোন পাওনা নাই। তার পরেও বিবাদীরা ভিকটিমকে বন্দের জমি দলিল করে দেওয়ার জন্যে চাপ দেয় কিন্তু তাতে ভিকটিম রাজি না হওয়ায় বিবাদীর সাথে কথা কাটাকাটি হয়।

এরই প্রেক্ষিতে গত ২৬/০৭/২০২৫ ইং তারিখ আনুমানিক সকাল ১০.০০ ঘটিকার সময় তারাউল্লা বাজারে যাওয়ার পথে বিবাদীরা স্থানীয় মসজিদের সামনে ভিকটিমকে হাত, পা ও বুকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে তার ছোট স্ত্রীর দুই ছেলেসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

পরবর্তীতে ভিকটিমের অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য কর্ত্যব্যরত ডাক্তার ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে রেফার্ড করেন। পরে ভিকটিম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে আসামীদেরকে আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। 

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া এবং সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল গত ১১ আগষ্ট ২০২৫ ইং তারিখ আনুমানিক রাত ১৯:১০ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার মামলা নং-২১, তারিখ- ৩০/০৭/২৫, ধারা-১৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬/৩৪ পেনাল কোড ১৮৬০; এর মূলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাড়ি দখল করতে বাবার হাত-পা ভেঙ্গে রগ কেটে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী- মাসুক মিয়া (৩০), পিতা- মোঃ ধনু মিয়া, সাং- তাবাউল্লা, থানা- নাসিরনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। 

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ