ঢাকা , মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ , ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিরামপুরে রেলী মানববন্ধন ও বিক্ষোভ


আপডেট সময় : ২০২৫-০৮-১২ ১৪:১৫:২৪
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিরামপুরে রেলী মানববন্ধন ও বিক্ষোভ সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিরামপুরে রেলী মানববন্ধন ও বিক্ষোভ
 
মোঃ আসাদুল ইসলাম (আসাদ) দিনাজপুর জেলা প্রতিনিধি: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে দ্রুত বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিরামপুরে রেলী, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  
 
(১২ই আগস্ট) মঙ্গলবার সকাল ৯ টায় দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার সাংবাদিকদের আয়োজনে রেলী, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ঢাকা মোড় টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশক ও সম্পাদক রফিকুল ইসলাম সরকার, পজেটিভ বিডি নিউজের প্রকাশক ও সম্পাদক মোর্শেদ মানিক, বিরামপুর মহিলা কলেজের প্রভাষক মুশফিকুর রহমান, চাইল কেয়ার স্কুলের পরিচালক মোসফিকুর রহমান লিটন, সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার, ডাঃ নুরুল হক, আমিরুল ইসলাম, আকরাম হোসেন, মাহমুদুল হক মানিক, শাহ্ আলম মন্ডল, কামরুজ্জামান, ইব্রাহিম মঞ্জিল, আবু সাঈদ, সেকেন্দার আলী, নজরুল ইসলাম, সামিউল ইসলাম প্রমুখ।
 
এসময় বক্তারা বলেন, সাংবাদিকরা সবসময় সাধারণ জনগণের সহ সকলের সত্য তুলে ধরতে কাজ করেন। কিন্তু একের পর এক তারা হামলা, মামলা ও হত্যা হয় রানির শিকার হচ্ছেন। তাই সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি সকল সাংবাদিকদের নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টার প্রতি জোর দাবি জানান।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ