ঢাকা , মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ , ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুর দিওড়ে আমনের রোপণ কৃত চারা ফসল নষ্টের থানায় অভিযোগ


আপডেট সময় : ২০২৫-০৮-১২ ১৪:০৩:২৮
বিরামপুর দিওড়ে আমনের রোপণ কৃত চারা ফসল নষ্টের থানায় অভিযোগ বিরামপুর দিওড়ে আমনের রোপণ কৃত চারা ফসল নষ্টের থানায় অভিযোগ
 
মোঃ আসাদুল ইসলাম (আসাদ) দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর বিরামপুরের আমনের রোপণ কৃত চারা ফসল ধ্বংস থানায় অভিযোগ প্রদান করেছেন এক ভুক্তভোগী।

জানা যায়, বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের অন্তর্ভুক্ত আরিফুল ইসলাম পিতা মোঃ আব্দুল মালেক গ্রাম ধানঘরা থানা বিরামপুর জেলা-দিনাজপুরে অভিযোগের সূত্র ধরে জানা যায়, এই আমন মৌসুমে ধানের চারা লাগায় আরিফুল ইসলাম ৫০ শতাংশ জমিতে। বিবাদী গুন্ডাবাহিনী দ্বারা রাতের আঁধারে সেই জমির রোপনকৃত চারাগুলো ধ্বংস করে দেয়। এ বিষয়ে স্থানীয় লোকজন অবগত রয়েছে বলে জানান।

স্থানীয় সূত্রে মতে জানা যায়, উক্ত জমিতে ফসলের চারা লাগানোর সময় কিছুদিনের মধ্যেই বিবাদীরা চারা এবং ফসল নষ্ট করে থাকেন। এ বিষয়ে বিরামপুর থানায় অনেক অভিযোগ দেওয়া ছিল। এই আমন ধানের রোপণকৃত চারাগুলো রোপন খরচ বাবদ ৪০ হাজার টাকা ও ফসল আসতো ৫০ হাজার টাকা মোট ৯০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে।
 
এবিষয়ে বিবাদীর মুঠোফোনের মাধ্যমে জানতে চাইলে তিনি ফোন না ধরে কেটে দেন। এ বিষয়ে বাদী উক্ত ঘটনা সরজমিনে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ