সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে সেলিম রেজা নামে তালিকা ভুক্ত এক জুলাই যোদ্ধাকে ফেনসিডিল সহ আটক করেছে সেনাবাহিনী।
সোমবার রাত১১:৩০টার দিকে, উক্ত মাদক ব্যবসায়ীকে ঠাকুরগাঁও সদর পুলিশের কাছে হস্তান্তর করে সেনা সদস্যরা, এর আগে, রাতে অভিযান চালিয়ে সদর উপজেলার জামাল পুর ইউনিয়নের মহেশপুর শিবগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সেলিম রেজা ঐ গ্রামের খুরশেদ আলীর ছেলে, ও গনঅভ্যুত্থানের গেজেট ভুক্ত জুলাই যোদ্ধা। ঠাকুরগাঁওয়ের সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সারোয়ার আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার শিবগঞ্জে অভিযান চালায় যৌথ বাহীনি। এসময় ২২,বোতল ফেনসিডিল ২টি মোবাইল ও মাদক বিক্রির ৪২হাজার ৬শত পঞ্চাশ টাকা সহ সেলিম রেজাকে আটক করে সেনাসদস্যরা।
সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সরোয়ার আলম খান জানান, উক্ত মাদক ব্যবসায়ীর নামে, মামলা রজ্জু হচ্ছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইন -আনুগ ব্যবস্হা নেওয়া হবে।