ঢাকা , মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ , ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বদরগঞ্জে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ।


আপডেট সময় : ২০২৫-০৮-১২ ১৩:৩৯:৩২
বদরগঞ্জে জোরপূর্বক  জমি দখলের চেষ্টা, প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ। বদরগঞ্জে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ।

বদরগঞ্জ রংপুর প্রতিনিধি।

রংপুরের বদরগঞ্জে জোরপূর্বক এক ব্যাক্তির জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বদরগঞ্জ পৌরশহরের সরদারপাড়া পকিহানা এলাকায়। ওই এলাকার মৃত নজির হোসেনের ছেলে আতিকুর রহমান (ওরফে) বাচ্চু ও তার ছেলে লিংকনের বিরুদ্ধে। এ ঘটনায়, গণেশ মহত এ বদরগঞ্জ থানায় চার জনের নামে অভিযোগ দায়ের করেন।
 
জানা যায়, গণেশ মহতের জমিটিতে গত রবিবার ১১ আগস্ট দুপুরে বাচ্চু ও তার ছেলে সহ পরিবারের লোকজন লাঠি দেশীয় অস্ত্র সহ ট্রাক্টর নিয়ে চাষ করতে শুরু করেন। এ সময় গণেশ মহতের পরিবারের লোকজন বদরগঞ্জ থানায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন দিয়ে পুলিশ নিয়ে গেলে ঘটনাস্থল থেকে বাচ্চু ও তার লোকজন ট্রাকটর নিয়ে পালিয়ে যায়। পরে এই ঘটনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন গণেশ মহেত।
 
অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার দুপুরে দেখি অস্ত্র ট্রাক্টর নিয়ে বাচ্চু মিয়া ও তার পরিবারের লোকজন জমিতে থাকা ঘাস খেত জোরপূর্বক চাষ করে এতে করে দুই লক্ষ টাকা ক্ষতিশোধন হয় গণেশের। ঘটনাস্থলে বাধা দিতে গেলে বাচ্চু মিয়া গণেশ মহতকে মাটিতে ফেলে গলা চাপিয়ে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে। পরে পরিবারের লোকজন এসে ছাড়িয়ে ঘটনাস্থল থেকে সরে যায় গণেশ। ওই সময় জমি দখলের জন্য জমিতে থাকা ঘাস নষ্ট করে জমিতে চাষ করে দেন বাচ্চু। পরে কোন উপায় না পেয়ে বদরগঞ্জ থানায় খবর দিয়ে পুলিশ নিয়ে যান গণেশ। বিকেলে এ ঘটনায় বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গণেশ।
 
এ বিষয়ে অভিযুক্ত আতিকুর রহমান (ওরফে) বাচ্চুর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, তাদেরকে কোন ভয়ভীতি দেখানো হয়নি। আমি কিছুদিন আগে এ জমির রায় পেয়েছি। আমার কাছে জমির সকল ধরনের রেকর্ড আছে।
 
এ বিষয়ে গণেশ বলেন, আমি রায়ের বিরুদ্ধে আদালত আপিল করেছি। আপিলের রায় না আসতেই তারা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে। তিনি আরো বলেন, জমিটি বাপ দাদার আমল থেকে আমাদের, আমরা চাষাবাদ করে আসছি ৪০- ৬২ সবগুলোই আমাদের নামে কিন্তু তাদের নামে ভূলে ৯২ রেকর্ড হয়ে যায়। আমরা আদালতে রেকর্ড সংশোধনের মামলা দিয়েছি। এরই মধ্যে আতিকুর রহমান বাচ্চু তার ছেলে লিংকন ও পরিবারের লোকজন বহিরাগত লোকজন ভাড়া করে এনে জমিটি দখল নেওয়ার জন্য চেষ্টা করে এবং জমিতে থাকা ঘাসগুলো নষ্ট করে দেয়।এতে আমার দুই লক্ষ টাকার ক্ষতি হয়।
 
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম আতিকুর রহমান জানান, এ ঘটনার একটি অভিযোগ পাওয়া গিয়েছে।দু'পক্ষই শান্ত থাকতে বলা হয়েছে। তাদের দু'পক্ষই জমির কাগজ থানায় আনতে বলা হয়েছে। 



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ