ঢাকা , মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ , ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় কলেজ ছাত্রী রত্না হত্যার রহস্য উদঘাটনে পুলিশ পরিদর্শক প্রবীর চন্দ্র সরকারকে বিশেষ পুরস্কার।


আপডেট সময় : ২০২৫-০৮-১২ ০০:০৩:৩৬
২৪ ঘণ্টায় কলেজ ছাত্রী রত্না হত্যার রহস্য উদঘাটনে পুলিশ পরিদর্শক প্রবীর চন্দ্র সরকারকে বিশেষ পুরস্কার। ২৪ ঘণ্টায় কলেজ ছাত্রী রত্না হত্যার রহস্য উদঘাটনে পুলিশ পরিদর্শক প্রবীর চন্দ্র সরকারকে বিশেষ পুরস্কার।

মোঃ আকতারুজ্জামান, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি।

পঞ্চগড়ের দেবীগঞ্জে কলেজছাত্রী সুলতানা আক্তার রত্না হত্যাকাণ্ডের রহস্য মাত্র ২৪ ঘণ্টায় উদঘাটন এবং প্রধান আসামিকে গ্রেপ্তারের অসামান্য সাফল্যের জন্য দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর চন্দ্র সরকারকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকালে পঞ্চগড় পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই দেবীগঞ্জ সদর ইউনিয়নের মাঝাপাড়া এলাকায় কলেজছাত্রী সুলতানা আক্তার রত্নাকে বিয়ের জন্য চাপ প্রয়োগের জেরে শ্বাসরোধে হত্যা করেন তাঁর প্রেমিক মহাদেব রায়। ঘটনার পরপরই পুলিশের কাছে কোনো দৃশ্যমান ক্লু না থাকলেও, পরিদর্শক প্রবীর চন্দ্র সরকারের নেতৃত্বে নিবিড় তদন্ত ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যেই আসামিকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আদালতে দেওয়া জবানবন্দিতে মহাদেব রায় হত্যার দায় স্বীকার করেন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—পঞ্চগড় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শইমী ইমতিয়াজ, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) সামুয়েল সাংমা, পুলিশ হাসপাতাল পঞ্চগড়ের মেডিকেল অফিসার ডা. মোঃ আসাদুজ্জামান আসাদ, আরআই পুলিশ লাইন্স মোঃ মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।
এদিন সভায় জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা, শ্রেষ্ঠ এএসআইসহ আরও কয়েকজন পুলিশ সদস্যকেও পুরস্কৃত করা হয়।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ