জাহিদ হাসান চৌধুরী, ফেনী প্রতিনিধি। আজ১১ আগস্ট সোমবার বিকেল চারটায় শহরস্থ কমিটমেন্ট কনফারেন্স হলে বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা একরামুল হক ভুইঁয়ার সভাপতিত্বে সদস্য সচিব মুফতি আবদুর রহমান ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
আগামী ২০শে আগষ্ট রোজ বুধবার ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার গণসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে বামুক ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ও উপজেলা নেতৃবৃন্দের সাথে যৌথ বৈঠক অনুষ্ঠিত।
যৌথ বৈঠকে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা উপদেষ্টা প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম, সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া, সহসভাপতি মুফতী আহসান উল্লাহ কাসেমী, জয়েন্ট সেক্রেটারি মাওলানা কেএম বেলাল হোসাইন পাটোয়ারী,জেলা বামুকের ছদর মাওলানা কাজী গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক জনাব সামছুল হক চৌধুরী, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা হোসাইন আহমদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী, সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ আল শামীম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াকুব বিন ইউসুফ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী সভাপতি আলী আহমদ ফোরকানসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যৌথ সভায় নেতৃবৃন্দ গণসমাবেশ সফলের লক্ষ্যে সার্বিক বিষয়ে অত্যান্ত সুচিন্তিত পরামর্শের ভিত্তিতে কার্যকরী পরিকল্পনা গ্রহণ করা হয়।
গণসমাবেশ সফল করার জন্য বাস্তবায়ন কমিটি ইতিমধ্যে পোস্টার, লিফলেট, ব্যানার, ফেস্টুন ও অনলাইন প্রচারণা সহ ব্যাপক দাওয়াতি কাজ শুরু করেছে। সংগঠনের মুখপাত্র মাও. একরামুল হক ভূঁইয়া বলেন সমকালীন ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ গুলোতে যেভাবে লোকে লোকারণ্য হচ্ছে, গণমানুষের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে, ফেনীতেও ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বোচ্চ জনশক্তি প্রদর্শন করবে।