ঢাকা , মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ , ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জ পৌরসভায় ‘স্থানীয় প্রস্তুতি পরিকল্পনা’ নিয়ে অংশীজনের মতবিনিময়।


আপডেট সময় : ২০২৫-০৮-১১ ১৮:২৫:২৮
কালীগঞ্জ পৌরসভায় ‘স্থানীয় প্রস্তুতি পরিকল্পনা’ নিয়ে অংশীজনের মতবিনিময়। কালীগঞ্জ পৌরসভায় ‘স্থানীয় প্রস্তুতি পরিকল্পনা’ নিয়ে অংশীজনের মতবিনিময়।
 
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি। 
 
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত “লোকাল গভার্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট” (এলজিসিআরআরপি) এর আওতায় প্রণয়ন সংক্রান্ত অংশীজনের মতবিনিময় সভা।
 
রোববার (১১ আগস্ট) সকালে পৌরসভা মিলনায়তনে আয়োজিত সভায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, জনপ্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
 
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, পৌর নির্বাহী কর্মকর্তা শ্যামল কুমার দত্ত, সহকারী প্রকৌশলী মুন্নুর আহমেদ, এলজিসিআরআরপি প্রকল্পের ট্রেইনার ইঞ্জি: মো. ইব্রাহীম, জুনিয়র ট্রেইটার মো. সবুর আকন, এস এম নজরুল ইসলাম।
 
সভায় বক্তারা, কোভিড-১৯ পরিস্থিতিতে স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলা ও পুনরুদ্ধার কার্যক্রমের জন্য সুসংহত প্রস্তুতি পরিকল্পনার প্রয়োজনীয়তা তুলে ধরেন। 
অংশগ্রহণকারীরা স্বাস্থ্য সুরক্ষা, জীবিকা পুনর্গঠন, অবকাঠামো উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির নানা প্রস্তাবনা উপস্থাপন করেন।
 
পৌরসভা কর্তৃপক্ষ জানান, প্রণীত এলজিসিআরআরপি বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে যে কোনো স্বাস্থ্য বা প্রাকৃতিক দুর্যোগে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ