কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত “লোকাল গভার্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট” (এলজিসিআরআরপি) এর আওতায় প্রণয়ন সংক্রান্ত অংশীজনের মতবিনিময় সভা।
রোববার (১১ আগস্ট) সকালে পৌরসভা মিলনায়তনে আয়োজিত সভায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, জনপ্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, পৌর নির্বাহী কর্মকর্তা শ্যামল কুমার দত্ত, সহকারী প্রকৌশলী মুন্নুর আহমেদ, এলজিসিআরআরপি প্রকল্পের ট্রেইনার ইঞ্জি: মো. ইব্রাহীম, জুনিয়র ট্রেইটার মো. সবুর আকন, এস এম নজরুল ইসলাম।
সভায় বক্তারা, কোভিড-১৯ পরিস্থিতিতে স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলা ও পুনরুদ্ধার কার্যক্রমের জন্য সুসংহত প্রস্তুতি পরিকল্পনার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অংশগ্রহণকারীরা স্বাস্থ্য সুরক্ষা, জীবিকা পুনর্গঠন, অবকাঠামো উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির নানা প্রস্তাবনা উপস্থাপন করেন।
পৌরসভা কর্তৃপক্ষ জানান, প্রণীত এলজিসিআরআরপি বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে যে কোনো স্বাস্থ্য বা প্রাকৃতিক দুর্যোগে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।