সোনারগাঁওয়ে ৪ কেজি গাঁজা সহ পুলিশের হাতে মাদক কারবারি আটক
সোনারগাঁওয়ে ৪ কেজি গাঁজা সহ পুলিশের হাতে মাদক কারবারি আটক
শাহ কামাল সবুজঃ সড়কপথে মাদক দ্রব্য নির্মূল অভিযানে সোনারগাঁও থানার এসআই পংকজ কুমার আচার্য সোনারগাঁ থানার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাড়িতে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা সহ একজন চোরাকারবারিকে আটক করতে সক্ষম হন।
জানা গেছে, সোনারগাঁও আষাঢ়িয়াচর মেঘনা টোল প্লাজার পুলিশ চেকপোস্টে কুমিল্লা থেকে আসা একটি গাড়ীকে চেক করার জন্য থামতে বললে গাড়িতে যাত্রী বেশী জনৈক ব্যক্তি হাতে একটি পলিথিন নিয়ে দ্রুত সটকে পরতে চাইলে তাকে সন্দেহ হয় এবং পলিথিন চেক করলে তাতে ৪ কেজির মতো গাঁজা পাওয়া যায়।
আটককৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানান, তার নাম, জুরান আলী (৪০), পিতা-রাজু, মাতা-জরিনা, সাং-রামপুর চৈতিলা, ইউপি- নগদা শিমলা, থানা-গোপালপুর, জেলা-টাঙ্গাইল।
তার নামে মাদক সেবন ও পাচারকারী হিসেবে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স