ঢাকা , সোমবার, ১১ অগাস্ট ২০২৫ , ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় যুবক উদ্ধার, এলাকায় চাঞ্চল্য।


আপডেট সময় : ২০২৫-০৮-১১ ১৭:২৭:০১
কালীগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় যুবক উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। কালীগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় যুবক উদ্ধার, এলাকায় চাঞ্চল্য।
 
তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর।
 
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার বাঙ্গাল হাওলা গ্রামের পশ্চিমে টঙ্গী-ভৈরব রেল সড়কের তুমলিয়া মিশন রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় এক যুবককে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
 
রোববার (১০ আগস্ট) দিবাগত রতে সাড়ে ১২টার দিকে স্থানীয়রা মোজাম্মেল হোসেন (৩৫) নামে ওই যুবককে উদ্ধার করেন। তিনি কালীগঞ্জ উপজেলার বাঙ্গাল হাওলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। সোমবার (১১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। 
 
স্থানীয়রা জানান, রাতে ব্রিজের কাছে কয়েকজন মানুষ মোজাম্মেলকে হাত-পা বেঁধে নিয়ে যাচ্ছে। এ সময় এলাকাবাসীর টর্চ লাইট দেখে তাকে পাশের খাদে রেখে পালিয়ে যায়। পরে  সেখানে গিয়ে দেখা যায়, মোজাম্মেল হোসেনের হাত-পা বাঁধা এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
 
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতা বা পারিবারিক শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দিয়েছে। এখনো চিকিৎসাধীন থাকায় তারপর পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
 
এদিকে, ঘটনাস্থলের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে, উদ্ধার হওয়া মোজাম্মেল হোসেন এখনো পুরো ঘটনার বিস্তারিত জানাতে পারেননি বলে জানা গেছে। ভিডিওতে কথোপকথনের শোনা যায়, ঘরে তার সৎ মা রয়েছে এবং সে তাকে খুব নির্যাতন করে। ধারণা করা হচ্ছে তার সৎ মায়ের পক্ষ থেকে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে। তবে ঘটনার সময় চার পাঁচ জন ছিল এবং কাউকে তিনি চিনতে পেরেছেন বলেও জানান।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ