সেনাবাহিনীর হাতে এক হাজার ইয়াবাসহ ডিলার আটক
আপডেট সময় :
২০২৫-০৮-১১ ১৫:৪১:০৯
সেনাবাহিনীর হাতে এক হাজার ইয়াবাসহ ডিলার আটক
এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম।
চট্টগ্রামের বোয়ালখালীতে সেনাবাহিনীর অভিযানে ১ হাজার পিচ ইয়াবসহ সাজ্জাদ হোসেন হিরু (৪৫) আটক করা হয়েছে। রবিবার(১০ আগস্ট) বিকাল ৩টার দিকে উপজেলার পূর্ব কালুরঘাট এলাকা হতে তাকে আটক করা হয়।
সেনাবাহিনীর সূত্রে জানা যায়, সেনাবাহিনীর দায়িত্বরত ক্যাম্প কমান্ডার মেজর মো: রাসেল প্রধানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ইয়াবা, ১ টি মোটরসাইকেল ও ১টি মোবাইলসহ একজন ইয়াবা ডিলারকে গ্রেফতার করা হয়। পটিয়া উপজেলার খলিল রহমান ছেলে মোহাম্মদ সাজ্জাদ হোসেন (হিরু) বলে জানা যায়।
বোয়ালখালী সেনাক্যাম্প থেকে জানানো হয়, এই ইয়াবা ডিলার দীর্ঘদিন ধরে বোয়ালখালী ও পটিয়া থানার বিভিন্ন ইয়াবা ব্যবসায়ীকে বিপুল পরিমানে ইয়াবা সরবরাহ করে আসছিল যার ফলে এসব এলাকার যুবসমাজ দিন দিন মাদকাসক্ত হয়ে পড়ছিল। সেনাক্যাম্প থেকে আরও জানানো হয়, এই মাদক ব্যবসায়ীর কাছ থেকে প্রাপ্ত তথ্য মাদকবিরোধী অভিযানকে আরও ত্বরান্বিত করবে।
জব্দকৃত মালামালসহ আসামিকে সুস্থ অবস্থায় পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানার পুলিশের নিকট হস্তান্তর করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স