সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় ফাজিল অনার্স নবীনবরণ ও সবক অনুষ্ঠিত।
আপডেট সময় :
২০২৫-০৮-১১ ১৫:৩৬:০৪
সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় ফাজিল অনার্স নবীনবরণ ও সবক অনুষ্ঠিত।
মোঃ আরিফুল ইসলাম, ঢাকা আলিয়া প্রতিনিধি।
সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার ফাজিল অনার্স ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব মুনিরুজ্জামান ভূঁঞা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হক। উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফুল কবির, হেড মাওলানা প্রফেসর মোঃ মনজুরুর রহমান এবং শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ মহসিন কবির। এছাড়াও মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও ফাজিল অনার্স শ্রেণির নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মুনিরুজ্জামান ভূঁঞা বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের ইসলামের শাশ্বত মূর্ত প্রতীক হতে হবে। নিজেদের আদর্শ ও নৈতিকতায় গড়ে তুলতে হবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হিসেবে। আলিয়া মাদ্রাসাকে অবক্ষয় থেকে উত্তোলন করে নতুন পথে নতুন বাংলাদেশ গড়তে হবে।
তিনি শিক্ষার্থীদের রুটিন অনুযায়ী পড়াশোনা ও আধুনিক শিক্ষার পাশাপাশি কুরআন, হাদীস, দাওয়াত ও আরবি শিক্ষায় দক্ষতা অর্জনের আহ্বান জানান। তার মতে, আগামীর সভ্যতা হতে হবে ইসলামী সভ্যতা।
মুনিরুজ্জামান ভূঁঞা আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীরা ছিল অগ্রণী ভূমিকা পালনকারী। তারা নিপীড়ন ও নির্যাতন সহ্য করেও জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স