ঢাকা , বুধবার, ০৬ অগাস্ট ২০২৫ , ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ত্রিশালে জুলাই গণঅভ্যুত্থান দিবসে খেলা ও পুরস্কার বিতরণ। ​


আপডেট সময় : ২০২৫-০৮-০৫ ২০:৪৯:২৫
ত্রিশালে জুলাই গণঅভ্যুত্থান দিবসে খেলা ও পুরস্কার বিতরণ।   ​ ত্রিশালে জুলাই গণঅভ্যুত্থান দিবসে খেলা ও পুরস্কার বিতরণ। ​

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসন নানা কর্মসূচী পালন করেছে।   

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসন প্রথমে জুলাই আন্দোলনে নিহত শহীদ ইনতিশারুল হকের করব জিয়ারত করেন, পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মাসব্যাপী কর্মসূচীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা, গজল, গান, চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারী নজরুল একাডেমী মাঠে জুলাই স্মৃতি ফুটবল খেলা ত্রিশাল উপজেলা একাদশ বনাম পৌরসভা একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় পৌরসভা একাদশ তিন শূন্য গোলে বিজয়ী হন। অনুষ্ঠান সমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মনসুর আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ, উপজেল মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তাজুল রায়হান, ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক খবিরুজ্জামান প্রমূখ।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ