ঢাকা , সোমবার, ০৪ অগাস্ট ২০২৫ , ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় ট্রাক ও ট্রাক্টর চালকে ভ্রাম্যমান আদালতে জরিমানা।


আপডেট সময় : ২০২৫-০৮-০৪ ২১:১০:৩২
ব্রাহ্মণপাড়ায় ট্রাক ও ট্রাক্টর চালকে ভ্রাম্যমান আদালতে জরিমানা। ব্রাহ্মণপাড়ায় ট্রাক ও ট্রাক্টর চালকে ভ্রাম্যমান আদালতে জরিমানা।

মোঃ অপু খান চৌধুরী।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রাক ও ১টি ট্রাক্টর মেশিন চালিয়ে মালামাল আনলোড করে যানজট সৃষ্টি করার অপরাধে চালকদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল ৪ আগষ্ট (সোমবার) উপজেলা পরিষদ সড়কে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান এ জরিমানা করেন।

প্রশাসন সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের উপজেলার খাদ্য গুদাম সংলগ্ন সড়কে একটি ট্রাক ও ট্রাক্টর মালামাল আনলোড করে। এসময়  সড়কে যানজটের সৃষ্টি হয়। ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান ট্রাক ও ট্রাক্টর চালকদের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন। 

২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩ হাজার টাকা জরিমনা করেন, এবং ভবিষ্যতে এ ঘটনার পুনরাবৃত্তি হবে না মর্মে সতর্ক করা হয়। এছাড়া, রাস্তা দখল করে রাখা মোটরসাইকেল, ভ্যানসহ ভ্রাম্যমাণ দোকানসমূহ সরিয়ে দেয়া হয় এবং পরবর্তীতে না রাখার ব্যাপারে কঠোর হুশিয়ার করা হয়।

এসময় ব্রাহ্মণপাড়ার উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, এ ধরণের অপরাধের বিরোদ্ধে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক সচেষ্ট থাকবে। এ সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও আনসারের একটি দল উপস্থিত থেকে সহযোগীতা করেন।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ