রাজশাহী নগরীতে যুবলীগ ও আ’লীগ নেতাসহ গ্রেফতার ৪।
রাজশাহী নগরীতে যুবলীগ ও আ’লীগ নেতাসহ গ্রেফতার ৪।
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী নগরীতে জুলাই/আগস্টের অভ্যুত্থানে ছাত্র-জনতার উপর হামলা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলার পলাতক আসামী ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও যুবলীগের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
রবিবার (৩ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টায় নগরীর কাটাখালী থানাধীন শ্যামপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ আব্দুল খালেক (৭০), তিনি নগরীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকার মৃত বানু মন্ডলের ছেলে, মোঃ মানিক মিয়া (৪৫), তিনি একই এলাকার আব্দুল খালেকের ছেলে, মোঃ আবিদ হাসান কাওসার (৩৫), তিনি আব্দুল খালেকের ছেলে ও যুবলীগ নেতা মোঃ মোসাদ্দেক হোসেন মিঠু (৩২), তিনি একই থানার শ্যামপুর এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে। সোমবার দুপুরে র্যাব-৫, রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, এর অভিযানিক দল জানতে পারেন, রাজশাহী মহানগরীতে অভ্যুত্থানে ছাত্র-জনতার উপর হামলা হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতৃবৃন্দ এবং সক্রিয় সদস্য রাজশাহী নগরীর কাটাখালী থানার শ্যামপুর এলাকায় অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে বোয়ালিয়া থানা পুলিশ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স