ঢাকা , রবিবার, ০৩ অগাস্ট ২০২৫ , ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

খুবিতে ডিপ্লোমাধারীদের জন্য স্বতন্ত্র কৃষি অনুষদ খোলার ঘোষণায় বাকৃবি শিক্ষার্থীদের প্রতিবাদ।


আপডেট সময় : ২০২৫-০৮-০২ ২২:৪৭:৫৯
খুবিতে ডিপ্লোমাধারীদের জন্য স্বতন্ত্র কৃষি অনুষদ খোলার ঘোষণায় বাকৃবি শিক্ষার্থীদের প্রতিবাদ। খুবিতে ডিপ্লোমাধারীদের জন্য স্বতন্ত্র কৃষি অনুষদ খোলার ঘোষণায় বাকৃবি শিক্ষার্থীদের প্রতিবাদ।
 
 
বাকৃবি প্রতিনিধি।

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দ্বিতীয় ক্যাম্পাসে কৃষি ডিপ্লোমাধারীদের জন্য স্বতন্ত্র কৃষি অনুষদ খোলার ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া ও গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা। শনিবার (২ আগস্ট) এক লিখিত বিবৃতিতে তারা এই উদ্বেগের কথা জানান।

 
বিবৃতিতে বলা হয়, খুবির উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম সম্প্রতি এক অনুষ্ঠানে জানান, দেশের প্রতি বছর স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক প্রায় ১৫ হাজার কৃষি ডিপ্লোমাধারীর জন্য পাইকগাছায় খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে পৃথক কৃষি অনুষদ স্থাপন করা হবে। সেখানে বিএসসি কৃষি ও অন্যান্য সার্টিফিকেট কোর্স চালু করে ‘বহুমুখী শিক্ষা কেন্দ্র’ গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি।


তিনি আরো বলেন, 'খুলনা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে যারা পড়াশোনা করছেন তারা ইন্টারমিডিয়েট পাশ করে ভর্তি হন  কিন্তু পাইকগাছা ক্যাম্পাসে ডিপ্লোমা পাস করা শিক্ষার্থীরা ভর্তি হবেন, তবে তাদের ডিগ্রীর মান প্রায়ই একই রকম হবে।'

 
এই বক্তব্যকে, ‘বিভ্রান্তিকর’ ও ‘শিক্ষাব্যবস্থার গুণগত মানের পরিপন্থী’ হিসেবে আখ্যা দিয়েছেন বাকৃবিসহ দেশের অন্যান্য ৮টি পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ধরনের সিদ্ধান্ত দেশের কৃষিশিক্ষা ও উচ্চশিক্ষার মান, মর্যাদা ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে।

 
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, দেশের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে হলে একজন শিক্ষার্থীকে উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফলের পাশাপাশি প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। অন্যদিকে, কৃষি ডিপ্লোমা প্রোগ্রামের শিক্ষাগত কাঠামো ভিন্নতর এবং তুলনামূলকভাবে প্রয়োগিক শিক্ষাভিত্তিক।


এই পার্থক্যের প্রেক্ষাপটে কৃষি ডিপ্লোমাধারীদের সমমর্যাদার বিএসসি কৃষি ডিগ্রি প্রদান করা হলে তা হবে উচ্চশিক্ষার মানকে হেয় করা এবং বিদ্যমান গুণগত মানসম্পন্ন ডিগ্রির প্রতি অবিচার হবে। এতে ভবিষ্যতে কৃষি গ্র্যাজুয়েটদের মধ্যে অবস্থান এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও বিভ্রান্তি ও অস্পষ্টতা তৈরি হবে।

 
বাকৃবির শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন, এবং কৃষিশিক্ষা কাঠামোতে নীতিগত কোনো পরিবর্তনের আগে নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনার অনুরোধ জানান।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ