গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের আজমতপুর স্কুল এন্ড কলেজ মাঠে ইসলামী ছাত্রশিবির জাংগালিয়া ইউনিয়ন শাখার উদ্যোগের ২৪ জুলাই শহীদদের স্মরণে এক প্রীতি ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেলে আজমতপুর স্কুল এন্ড কলেজ মাঠে জাংগালিয়া ইউনিয়নের জামায়াতের আমির মাওঃ মোঃ জাকির হোসাইন দর্জির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাব উপস্থিত ছিলেন-গাজীপুর ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় মসলিশে শুরু সদস্য এবং গাজীপুর মহানগর জামায়েতে ইসলামী নায়েবে আমির মোঃ খায়রুল হাসান। খেলাটি উদ্বোধন করেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার যুব বিভাগের সাবেক সভাপতি হাফেজ এ এস এম সেলিম।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ইউনিয়ন জামায়েতের সাধারণ সম্পাদক আঃ আওয়াল ভুইয়া, এ.পি.পি এ্যাড. লুৎফুর রহমান প্রধান, জেলা ইসলামী ছাত্র শিবিরের ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল মুজাহিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক হানজালাহ ইবনে ওমর, উপজেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক যাবের হুসাইন, ৬ নং ওয়ার্ড জামায়ের সভাপতি ফাইজুল্লাহ খান, ৭ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আলী আকবর ভুইয়া, ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি কাউছার আহম্মেদ প্রমুখ।
খেলায় গাজীপুর স্পোটিং ক্লাব ৪-১ গোলে আজমতপুর শারফুদ্দিন খান ফুটবল একাদশকে পরাজিত করেন। খেলা শেষে অতিথিরা উভয় দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন।