ঢাকা , রবিবার, ০৩ অগাস্ট ২০২৫ , ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মায়ার জাদু কোটি কোটি মানুষের ভালোবাসা অর্জনের পর শোনা যাচ্ছে মায়ার জাদু ২ এর গুঞ্জন।


আপডেট সময় : ২০২৫-০৮-০২ ২১:০৮:১২
মায়ার জাদু কোটি কোটি মানুষের ভালোবাসা অর্জনের পর শোনা যাচ্ছে মায়ার জাদু ২ এর গুঞ্জন। মায়ার জাদু কোটি কোটি মানুষের ভালোবাসা অর্জনের পর শোনা যাচ্ছে মায়ার জাদু ২ এর গুঞ্জন।
 
রনি মিয়া, স্টাফ রিপোর্টার। বহু আলোচিত গান মায়ার জাদু কোটি কোটি মানুষের ভালোবাসা অর্জনের পর শোনা যাচ্ছে মায়ার জাদু ২ এর গুঞ্জন।

 
তথ্য বিস্তারের পর যানা গেছে যে, শুধু মাত্র টি আর টু মিডিয়াতে কোটি কোটি মানুষের ভালোবাসা অর্জন করে এছাড়াও অনলাইন প্লাটফর্মে গানটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। গানটি লিখেছেন এসময়ের জনপ্রিয় লেখক তামভীর আহমেদ, গানটি সূর করেন রুমন দেওয়ান।

 
গানটি করেন, ক্লোজআপ ওয়ান তারকা মৌসুমি আক্তার সালমা ও শাহীন রানা এবং মিউজিক করেন শাহীন রানা, তবে এখানে শেষ নয় দীর্ঘ বিরতির পর গুঞ্জন শুনা যাচ্ছে মায়ার জাদু ২ এর।


টি আর টু মিডিয়ার লেখক ও প্রতিষ্টাতা তামভীর আহমেদ জানান, মায়ার জাদু ২ এ আছে বিরাট পরিবর্তন। শ্রোতারা পাবে ভিন্ন রকমের একটা স্বাদ। গানটিতে চমৎকার সূর ও কন্ঠ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ ও সালমা এবং মিউজিক করেছেন আহমেদ সজিব।


গানটি খুব শীঘ্রই সুন্দর একটি মিউজিক ভিডিও আকারে আসবে জনপ্রিয় ইউটিউব চ্যানেল টি আর টু মিডিয়াতে। গানটি প্রডিউস করেছেন মুনসুর আলী।






 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ