ঢাকা , শনিবার, ০২ অগাস্ট ২০২৫ , ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দেশের প্রতি আস্থা ও ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন আমীরে জামায়াত - মো. নূরুল ইসলাম বুলবুল।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৮-০২ ১৯:৪৮:০৭
দেশের প্রতি আস্থা ও ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন আমীরে জামায়াত - মো. নূরুল ইসলাম বুলবুল। দেশের প্রতি আস্থা ও ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন আমীরে জামায়াত - মো. নূরুল ইসলাম বুলবুল।


নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, দেশের প্রতি আস্থা ও ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান থেকে শুরু করে দলীয় নেতাকর্মীরা সামান্য অসুস্থ হলেই বিদেশে পাড়ি দেয় তার বিপরীতে জামায়াতে ইসলামীর মতো এতো বিশাল একটি দলের প্রধান হার্ট সার্জারি একটি জটিল ও কঠিন অপারেশ দেশেই করেছেন।


তাঁর হার্টে ব্লক জানার পর বিভিন্ন দেশের কূটনৈতিকবৃন্দ তাদের নিজ নিজ দেশে উন্নত চিকিৎসা গ্রহনের আহ্বান জানালেও আমীরে জামায়াত সেই সুযোগ গ্রহণ করেননি। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার চিত্র বিশ্ব দরবারে তুলে ধরতে আমীরে জামায়াত চিকিৎসার জন্য বিদেশে যাননি। তিনি দেশের প্রতি কমিটমেন্ট রক্ষা করে দেশপ্রেমের প্রমাণ দিয়েছেন।


বিদেশে না গিয়ে দেশেই চিকিৎসা করে তিনি জাতির সামনে প্রমাণ করেছেন, তিনি মুখে যা বলেন, ব্যক্তিগত জীবনেও তাই করেন। জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ থেকে তৃণমূলের কর্মীরাও প্রকৃত দেশপ্রেম ধারণ করে। আমরা জাতির সামনে যা বলি, বাস্তবেও তাই করি। 


শনিবার (০২ আগস্ট) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আমীরে জামায়াতের সুস্থতা কামনায় দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ পূর্বক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, আগামীতে জনগণ জামায়াতে ইসলামীর হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা চালু করা হবে। দেশের কোন নাগরিক বিদেশে চিকিৎসা করতে যেতে হবে না। বরং বিদেশিরাই বাংলাদেশে চিকিৎসা গ্রহণ করতে আসবে।


কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা-১০ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট জসিম উদ্দিন সরকার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সুবর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ কামাল হোসেন প্রমুখ। 


এছাড়াও, সভায় কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, এফবিসিসিআই’র সাবেক পরিচালক, ঢাকা-৭ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাজী হাফেজ এনায়েত উল্ল্যাহ, মহানগরীর কর্মপরিষদের সদস্যবৃন্দ যথাক্রমে মাওলানা ফরিদুল ইসলাম, এডভোকেট এসএম কামাল উদ্দিন, অধ্যাপক নুর নবী মানিক, সৈয়দ জয়নুল আবেদীন, শেখ শরীফ উদ্দিন আহমদ, কামরুল আহসান হাসান, শাহীন আহমেদ খান, মাওলানা শরীফুল ইসলামসহ মহানগরীর দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ