ঢাকা , শনিবার, ০২ অগাস্ট ২০২৫ , ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বৈদ্যুতিক তারে জড়িয়ে ৫ শিশু হাসপাতালে।


আপডেট সময় : ২০২৫-০৮-০২ ১৯:১২:৩৮
বৈদ্যুতিক তারে জড়িয়ে ৫ শিশু হাসপাতালে। বৈদ্যুতিক তারে জড়িয়ে ৫ শিশু হাসপাতালে।
 
 
মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি। 

 
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শনিবার (২ আগষ্ট) রাঙ্গাটুঙ্গি জঙ্গলবিলাস এলাকায় ১১ হাজার বৈদ্যুতিক লাইনের তার ছিড়ে মাটিতে পড়ে যায়, শিশুরা সেখানে খেলতে গেলে বিদ্যুৎ স্পশ হয়ে শখ লাগে শিশুদের। 

 
এসময় স্থানীয় লোকজন শিশুদের দেখতে পেয়ে পল্লী বিদ্যুৎ অফিসকে খবর দেয় এবং শিশুদের উদ্ধার করে। রাণীশংকৈল হাসপাতালে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে আশংকাজনক অবস্থায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং  অপরজন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন। 

 
আহত শিশুরা হলেন- হাটগাঁও গ্রামের ফারুকের পুত্র নীরব (১২) শফিকুল ইসলামের পুত্র কোরবান আলী (১৩) আবুল কালামের পুত্র আলিফ(১৩) আনোয়ারের পুত্র অভি (১৩) একরামুলের পুত্র আসিক (১৩)।


এপ্রসঙ্গে পল্লী বিদ্যুৎতের ডিজিএম এনামুল হক মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের বিদ্যুৎতের লাইন ফল্ট ছিল,চেক করতে গিয়ে শিশুরা বিদ্যুতায়িত হয়।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ