হোসেনপুরে গ্রামের স্কুলে প্রধান শিক্ষককে উষ্ণ ভালোবাসায় বিদায় সংবর্ধনা।
আপডেট সময় :
২০২৫-০৮-০২ ১৯:০৩:১৩
হোসেনপুরে গ্রামের স্কুলে প্রধান শিক্ষককে উষ্ণ ভালোবাসায় বিদায় সংবর্ধনা।
মাহফুজ রাজা, স্টাফ রিপোর্টার।
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের প্রত্যন্ত গ্রামের প্রাক্তন শিক্ষার্থীরা শিক্ষাগুরুর প্রতি উদাত্ত সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসার নতুন দিগন্তের সূচনা করেছেন। বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় বিদায় দিলেন প্রধান শিক্ষকসহ দুজন সহকারী শিক্ষককে এবং বরণ করে নেন নবাগত প্রধান শিক্ষককে। পল্লি গ্রামে এ যেন আদর্শের সাতকাহন।
শুক্রবার (১আগষ্ট) সাহেবেরচর ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের জমিদাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আঃ হেকিম'র স্মৃতিচারণে বিকাল ৩ টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে এ অনুষ্ঠান এসময় বিদায় সংবর্ধনা প্রদান করা হয় উক্ত বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক মজিবুর রহমান,সহকারী শিক্ষক মহরউদ্দীন এবং সহকারী শিক্ষিকা তাহমিনা আক্তার রিনা কে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাসুদ মিয়া, আবু বাক্কার, আবুল বাশার, মোঃ কফিল মিয়া, নয়ন মিয়া, মোর্শেদ মিয়া, সপন আহমেদ, আল- মামুন , শাহিন মাস্টার, আশরাফুল ইসলাম, ইব্রাহীম মিয়া, মোখলেছুর রহমান এবং ভাটিপাড়া জামে মসজিদের ইমাম ও খতিবসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, অভিভাবকসহ বিপুল সংখ্যক মানুষ।
অনুষ্ঠানে স্মৃতিচারণ বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক ফখরুল আলম, সহকারী শিক্ষিকা পলি মোদক, এবং আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাহেবেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ মাস্টার। প্রাক্তন শিক্ষার্থী মোঃ আজহারুল ইসলাম, মোঃ মাজহারুল ইসলাম প্রমূখ। বক্তারা শিক্ষক সমাজের অবদান ও স্মৃতিচারণা তুলে ধরেন এবং জমিদাতা মরহুম আব্দুল হেকিমসহ সকল শিক্ষানুরাগীদের জন্য দোয়া করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মোঃ রাজন আকন্দ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাজহারুল ইসলাম, আজহারুল ইসলাম, আবু নাঈম এবং তোফায়েল আহমেদ প্রদীপ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স