ঢাকা , শনিবার, ০২ অগাস্ট ২০২৫ , ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আদালতে মামলার বাদীর ভূয়া স্বাক্ষর জমা দিয়ে আপোষনামা।


আপডেট সময় : ২০২৫-০৮-০২ ১৭:৫৮:১১
আদালতে মামলার বাদীর ভূয়া স্বাক্ষর জমা দিয়ে আপোষনামা। আদালতে মামলার বাদীর ভূয়া স্বাক্ষর জমা দিয়ে আপোষনামা।


মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি।


ফুলবাড়ী উপজেলার দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের মৃত বৈশাখ আকন্দর পুত্র মোৎ আব্দুল খালেক আকন্দ, মোঃ মফিজ উদ্দীন আকন্দর পুত্র রফিকুল ইসলাম, উত্তর সুজাপুর গ্রামে নজরুল হক এর মোঃ বাবু হোসেন তারা জমিজমার বিরোধ কেন্দ্র করে দক্ষিণ সুজাপুর গ্রামের মৃত কমলা শেখ এর পুত্র মোঃ রাশেদ আহম্মেদ, দৌলতপুর গ্রামের মোঃ আজিজ মন্ডল এর কন্য বেবী নাজনীন, ভিমলপুর গ্রামে মতৃ মতু শেখ এর পুত্র লোকমান আলী এই তিনজন এর বিরুদ্ধে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তিন জনকে বিবাদী করে বিজ্ঞ ফুলবাড়ী সহকারী জজ আদলত দিনাজপুর এ গত ০১/১২/২০২৪ইং তারিখে একটি মামলা দায়ের করেন।


যাহার মোকদ্দমা নং-৯৬/২০২৪ অন্য। অপরদিকে, মৃত মতু শেখ এর পুত্র মোঃ লোকমান আলী ০৯/০৯/২০২৪ইং তারিখে ফুলবাড়ী রেজিষ্ট্রি অফিসে ২৪৯৫নং কবলা দলিলমূলে মোঃ রাশেদ আহম্মেদ রেজিষ্ট্রি নেন।


উক্ত জমিজমার বিরোধ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। কৃষ্ণপুর মৌজার এসএ ১০২ দাগের ৫৬ শতক মধ্যে ১২ শতক জমি নজরুল হক পুত্র বাবু হোসেন দীর্ঘ ৪০ বছর ধরে পয়ত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে ভোগ দখল করে আসছে। মামলা চলাকালীন আব্দুল খালেক আকন্দ প্রতিপক্ষদের সাথে জোক সাজোস করে আদালতে বাবু হোসেন এর স্বাক্ষর জাল করে লিখিত আপোষনামা প্রত্যাহারের জন্য আবেদন করেন।


যাতে জমিতে মোঃ বাবু হোসেন উঠনে না পারে সে জন্য ১৮/০৭/২০২৫ইং তারিখে সকাল ১১ টায় ভাড়াটিয়া বাহিনী লাঠিশোটা নিয়ে এসে মোঃ রাশেদ আহম্মেদ ও রাজু আহম্মেদ জমিতে উঠতে বাঁধা প্রদান করেন, এবং মারপিট করার জন্য তেড়ে আসেন। এই ঘটনায় তিন জনকে বিবাদী করে মোঃ বাবু ১৮/০৭/২০২৫ইং তারিখে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। জমির মালিক মোঃ বাবু জানন ঐ সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলছে। মামলা চলাকালীন জমি সে দখল করতে অসে।


উক্ত জমি যাহার কাছ থেকে কিনেছে সে জন্য আদালতে টাকা দাখিল করা হয়েছে। উল্লেখ্য লোকমান আলী উক্ত ৫৬ শতক জমির মধ্যে ওয়ারিশ দাবি করে ১২ শতক জমি লোকমান আলী বেবি নাজমিনের নিকট বিক্রি করেন। প্রকৃতপক্ষে ঐ জমির মালিক মোঃ বাবু হোসেন। 


মামলায় বাদীর ভূয়া স্বাক্ষর ব্যবহার করে আদালতে আপোষনামা দাখিলের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাদীপক্ষ আদালতে লিখিত অভিযোগ দাখিল করেছেন, এবং মামলার প্রকৃত তদন্ত ও জালিয়াতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


মামলাটি বিজ্ঞ ফুলবাড়ী সহকারী জজ আদলত দিনাজপুর এ চলমান। অভিযোগে বলা হয়, মামলার বাদী মোঃ বাবু হোসেন আপসনামা দাখিল সম্পর্কে কিছুই জানতেন না। কিন্তু মামলার বিবাদী বা তাঁর পক্ষে কেউ একটি আপসনামা দাখিল করেন যেখানে বাদীর নামে জাল স্বাক্ষর ব্যবহার করা হয়। বাদীপক্ষের দাবি, এটি একটি সুপরিকল্পিত প্রতারণা এবং আদালতের কার্যক্রমকে বিভ্রান্ত করার চেষ্টা।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ