বড়পুকুরিয়া কয়লা খনির কর্মচারীদের সাথে খনি কর্তৃপক্ষের আলোচনায় বসার আহব্বান।
আপডেট সময় :
২০২৫-০৮-০২ ১৭:৪৯:৩৩
বড়পুকুরিয়া কয়লা খনির কর্মচারীদের সাথে খনি কর্তৃপক্ষের আলোচনায় বসার আহব্বান।
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি।
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে দীর্ঘ ১ যুগের ও বেশি ৮৭জন কর্মচারী, কর্মকর্তা ও অন্যান্যপদে লোকজন কর্মরত আছেন। কিন্তু বড়পুকুরিয়া কয়লাখনি কর্তৃপক্ষ দীর্ঘ ১ যুগের ও বেশি সময় অতিবাহিত করে তাদেরকে স্থায়ীভাবে নিয়োগ প্রদান না করায় আইনের আশ্রয় নিয়েও বহাল করছেন না।
এ নিয়ে গত ২২/০৭/২০২৫ইং তারিখে খনির সভাকক্ষে কর্মচারীদের ০৬ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে মোঃ তোফায়ের আহম্মেদ, মোঃ সোহেল রানা, মোঃ তোফাজ্জাল হোসেন, মোঃ জাকির হোসেন, মোঃ তাজমুল হক, মোঃ আব্দুর রশিদ এরশাদ এবং খনি কর্তৃপক্ষের মধ্যে খনির ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল ইসলাম, সেনাবাহিনীর কমান্ডিং অফিসার, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার, পার্বতীপুর থানার অফিসার ইনচার্জ, খনির ব্যবস্থাপক প্রশাসন এর মোঃ জাহিদ আনোয়ার, জি.এম প্রশাসন মোঃ সানাউল্লাহ সহ সকলে পরষ্পর বিষয়টি নিয়ে চূড়ান্ত আলোচনা হয়। তারা বিষয়টি খতিয়ে দেখবেন বলে কর্মচারীদেরকে আস্বাস প্রদান করেন।
এদিকে, কর্মচারীরা আগামী ৩১শে জুলাই আন্দোলনের আল্টিমেটাম দেন খনি কর্তৃপক্ষকে। খনি কর্তৃপক্ষ আবারও ০৬/০৮/২০২৫ইং তারিখে তাদের সাথে বসার আস্বাস প্রদান করেন। এ কারণে খনি কর্মচারীগণ আন্দোলন স্থগিত করেন।
এদিকে আউট সোসিং মামলার বাদি মোঃ সোহেল রানা জানান, আগামী ০৬/০৮/২০২৫ইং তারিখে খনি কর্তৃপক্ষ উচ্চ আদালতের রায় মেনে নিয়ে আমাদেরকে স্থায়ী নিয়োগ প্রদান না করলে আমরা দূরবার আন্দোলন গড়ে তুলব।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স