সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে জুলাই শহীদ রঞ্জু স্মরণে স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আপডেট সময় :
২০২৫-০৮-০১ ২২:৪১:০৭
সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে জুলাই শহীদ রঞ্জু স্মরণে স্মৃতিস্তম্ভ উদ্বোধন
মোঃ মাসুদ রেজা, সিরাজগঞ্জ:
জুলাই আগষ্ট ২৪ এর ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানে ৪ আগষ্ট ২০২৪ তারিখে উত্তাল রাজপথে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অফিসের সামনে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা গুলি ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করে সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ -সাধারণ সম্পাদক সোহানুর রহমান খান রঞ্জুকে ওলতিফ, সুমন সহ ১৪ জন শহীদের রক্তের সিঁড়ি ডিঙিয়ে ৪ আগষ্টই সিরাজগঞ্জ ফ্যাসিস্ট মুক্ত হয়। শহিদের সন্মানে স্মৃতি স্তম্ভ" উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, শহীদ রঞ্জুরা রক্ত দিয়ে আমাদেরকে মুক্ত করে দিয়ে গেছে। তাদের প্রতি সম্মান রাখবেন এবং শহীদদের পরিবারের প্রতি সবাই খেয়াল রাখবেন। জুলাই শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার (০১ আগস্ট ২০২৫) দুপুরের দিকে পৌর শহরের মাছুমপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহিদ জুলাই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ -১ আসনের কাজিপুর ধানের শীর্ষ প্রতীক মনোনায়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা, সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, সিরাজগঞ্জ শহর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ভূঁইয়া, সিরাজগঞ্জ শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম, যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, শহর বিএনপির সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক রেজাউল করিম জোয়ার্দারসহ বিএনপি এবং সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স