ঢাকা , শনিবার, ০২ অগাস্ট ২০২৫ , ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিচার চাওয়ায় গুমের হুমকি, আতঙ্কে সুমি ও পরিবার।


আপডেট সময় : ২০২৫-০৮-০১ ২১:৫০:১৩
বিচার চাওয়ায় গুমের হুমকি, আতঙ্কে সুমি ও পরিবার। বিচার চাওয়ায় গুমের হুমকি, আতঙ্কে সুমি ও পরিবার।
 
 
মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি। 
 
পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের একটি দরিদ্র পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। যৌতুকের মামলার পর থেকেই হুমকি, ভয়ভীতি ও নির্যাতনের শিকার হচ্ছেন ভুক্তভোগী সুমি (১৯) ও তার স্বজনরা।
 

সুমি জানান, তাঁর স্বামী মো. সুমন (২৫), শ্বশুর মো. রুহুল আমিনসহ তিনজনের বিরুদ্ধে যৌতুক দাবি ও শারীরিক নির্যাতনের অভিযোগে তিনি আদালতে মামলা করেছেন। বর্তমানে মামলাটি পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ বিচারাধীন রয়েছে (মামলা নং: সিআর ১৬/২০২৪)।
 

সাংবাদিকদের কাছে সুমি বলেন, “আমার স্বামী ও তার পরিবারের লোকজন মামলা তুলে নিতে চাপ দিচ্ছে। না তুললে বাবাকে খুন করে ফেলার হুমকি দিয়েছে। আমাকে গুম করারও ভয় দেখিয়েছে। বলেছে-একবার যদি আমাকে কৌশলে নিয়ে যেতে পারে, তাহলে আর ফিরে আসা হবে না।”
 

তিনি আরও বলেন, “আমার মায়ের ওপর রাস্তায় ইট ছুঁড়ে মেরেছে। আমরা গরিব মানুষ, তাই কি বিচার পাওয়ার অধিকার নেই?”
সুমির বাবা সহিদুল ইসলাম বলেন, “জামাই সুমন শুরু থেকেই তিন লাখ টাকা যৌতুক দাবি করত। মেয়েকে নানা সময় মারধর করত। স্থানীয়ভাবে শালিসের চেষ্টা করেছিলাম, কিন্তু তারা কোন সিদ্ধান্ত মানেনি। বাধ্য হয়ে মামলা করতে হয়েছে। এখন পুরো পরিবারই হুমকির মধ্যে রয়েছে।”

 
অভিযোগ সম্পর্কে সুমন বলেন, “আমার স্ত্রী যদি আসতে চায় আসবে, না হলে কাবিনের একটা টাকাও পাবে না।”
সুমন এর মা মোসা. কোমেলা বেগম বলেন, “আমার ছেলের মতোই চলতে হবে। আমাদের মত না মানলে তাকে ঘরে তোলা সম্ভব নয়।”

 
সুমি ও তার পরিবার জানিয়েছেন, ঘটনার পর থেকে তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। প্রতিনিয়ত নানা ধরনের হুমকি পাচ্ছেন। এজন্য তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও আইনগত সহায়তা কামনা করেছেন।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ