কারিগরি শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার গুণগত পরিবর্তনের মাধ্যমে জাতীর ভাগ্য উন্নয়ন সম্ভব-ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।
আপডেট সময় :
২০২৫-০৮-০১ ২১:৩৯:৩৮
কারিগরি শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার গুণগত পরিবর্তনের মাধ্যমে জাতীর ভাগ্য উন্নয়ন সম্ভব-ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।
মোঃ অপু খান চৌধুরী।
দেশ ও জাতীর অগ্রগতির মূল সহায়ক ভূমিকা পালন করে শিক্ষা। জাতিকে উন্নতির শিখরে পৌছাতে হলে বর্তমান যুবসমাজকে সুশিক্ষায় শিক্ষত করতে হবে। তবেই জাতীকে উন্নতির পথে এগিয়ে নেওয়া যাবে। ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। তবে এগিয়ে যাবে বুড়িচং-ব্রাহ্মণপাড়া। এগিয়ে যাবে বাংলাদেশ।
গতকাল শুক্রবার (১ আগষ্ট) দিনব্যাপী ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়ের বিভিন্ন এলাকায় গণসংযোগ কালে এ কথা বলেন, মাননীয় প্রধান উপদেষ্টার আইনজীবী বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী কুমিল্লা -৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) গণমানুষের নেতা ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্দুলাহ আল মামুন।
এ সময় তিনি আরো বলেন, বর্তমান বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থাকে যুগউপযোগী করে গুণগত পরিবর্তন করতে হবে। বুড়িচং-ব্রাহ্মণপাড়ার তরুণ প্রজন্মকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারলে তবে এজনপথ শিল্প উন্নয়নে উন্নিত হবে। এ সময় তিনি বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় ২টি কারিগরি কলেজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এছাড়া তিনি বলেন, এজনপদে কৃষি বিপ্লব ঘটাতে পারলে সারা বাংলাদেশে কৃষিতে নেতৃত্ব দেবে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার মানুষ। কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) গণমানুষের নেতা, বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্দুলাহ আল মামুন ব্রাহ্মণপাড়ায় দিনব্যাপী গণসংযোগ করেন। এ সময় তিনি উপজেলার দুলালপুর ইউনিয়নের, বেজুড়া, গোপালনগর, ও নাল্লা গ্রামে
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন, এবং তাদের খুঁজখবর নেন। জুম্মার নামাজ তিনি বেজুরা জামে মসজিদে আদায় করেন। এসময় মসজিদের উন্নয়নে ১ লক্ষ টাকা দান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ন কবির ভূইয়া, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম ভুইয়া, সাহেবাবাদ ডিগ্রী কলেজের সাবেক জি এস মাহবুবুর রহমান ভূইয়া দিদার, মফিজুল ইসলাম, আবুল বাসার, বিএনপির নেতা এমরান হোসেন মাস্টার, নাসির উদ্দিন ভূঁইয়া, জয়নাল হোসেন হাজারী, বাদল, উপজেলা বিএনপি'র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক হাসান ভূইয়া, গাজী মোঃ ইসরাফিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স