ঢাকা , শনিবার, ০২ অগাস্ট ২০২৫ , ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রে কারেন্ট ট্রান্সফরমার বিস্ফোরণে আগুনে পুড়ে কোটি টাকার ক্ষতি !! অন্ধকারে পুরো জেলা


আপডেট সময় : ২০২৫-০৮-০১ ১৮:২১:৪৭
শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রে কারেন্ট ট্রান্সফরমার বিস্ফোরণে আগুনে পুড়ে কোটি টাকার ক্ষতি !! অন্ধকারে পুরো জেলা শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রে কারেন্ট ট্রান্সফরমার বিস্ফোরণে আগুনে পুড়ে কোটি টাকার ক্ষতি !! অন্ধকারে পুরো জেলা

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মাধবপুরে শাহজীবাজার তাপ বিদ্যুৎ কেন্দ্রের সুইচিং ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধার পর বিদ্যুৎ কেন্দ্রের কারেন্ট ট্রান্স ফরমার (সিটি)  বিকট শব্দ বিস্ফোরণের পর পরই চতুর্পাশে আগুন ছড়িয়ে পড়ে।


বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) হবিগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী চয়ন কান্তি সেন বলেন, রাত পৌনে ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনে শায়েস্তাগঞ্জ ও মাধবপুর ফায়ার সার্ভিসের ইউনিটের লোক জন। তবে ক্ষতি হয়েছে প্রায় কোটি টাকা উর্ধে। ক্ষতি গ্রস্ত যন্ত্রাংশ মেরামত সময় লাগবে। এ অগ্নিকান্ডের ঘটনায় হবিগঞ্জ জেলার ভৌগোলিক এলাকায় নিয়ে প্রায় ৫ লাখ গ্রাহক বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছেন বলে জানান। তবে কি কারণে বিদ্যুৎ বিস্ফোরণ ঘটেছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়টি খতিয়ে দেখা হবে।


হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ( হপবিস) জেনারেল ম্যানেজার মোঃ জিল্লুর রহমান বলেন, বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব নয়। এমনকি কবে কাজ শেষ হবে নিশ্চিত নই। শেষ পর্যায়ে আমরা শ্রীমঙ্গল গ্রিড লাইন থেকে বিদ্যুৎ নিয়ে হবিগঞ্জ জেলার অল্প সংখ্যক গ্রাহককে সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।


এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোঃ জাহিদ বিন কাশেম বলেন, কারেন্ট ট্রান্স ফরমার (সিটি) বিস্ফোরণ ও অগ্নি কান্ডের কারণ অনুসন্ধানে তদন্ত হবে। মাধবপুর উপজেলা শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্র থেকে ফিরে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ