ঢাকা , শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫ , ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বৈষম্য দূর করতে বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত। ​


আপডেট সময় : ২০২৫-০৭-৩১ ২২:৩৩:২৭
বৈষম্য দূর করতে বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত। ​ বৈষম্য দূর করতে বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত। ​


মোঃ সারোয়ার হোসেন অপু বদলগাছী উপজেলা প্রতিনিধি নওগাঁ। 

নওগাঁর বদল গাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে বৈষম্য দূরীকরণের লক্ষ্যে র‍্যালী ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। 


৩০ জুলাই বুধবার বেলা ১১ টায় সংগঠনের সভাপতি হাফিজার রহমান ও সাধারণ সম্পাদক সামিম হোসেন এর নেতৃত্বে উপজেলার ২০ টি কেজি স্কুলের শিক্ষক ও ছাত্র ছাত্রীর অংশগ্রহণে এই প্রতিবাদি র‍্যালি ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়।


প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সংলগ্ন রাস্তায় মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভান্ডার পুর আলফা কেজি স্কুলের পরিচালক শফিউল হাসান (দ্বিপু) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অ্যাসোসিয়েন সভাপতি হাফিজার রহমান, সাঃ সম্পাদক সামিম হোসেন, শিক্ষিকা সাম্মী আকতার, শিক্ষক ফারুক হোসেন, শিক্ষিকা সোনামণি, শিক্ষক আঃ মতিন সহ আরও অনেকে। 


বক্তাগন বলেন, সম্প্রতি সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষার্থীদের জন্য দীর্ঘদিন পর সরকারি বৃত্তি পরীক্ষা চালু করেছে যা অত্যন্ত খুশির সংবাদ যা ক্ষুদে শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে। কিন্তু ১৭ জুলাই গণশিক্ষা অধিদপ্তর একটি পরিপত্র জারি করেছে যা অতি দুঃখের বিষয়।


এতে শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধাবৃত্তির প্রতিযোগিতার কথা বলা হয়েছে। ফলে দেশের ৬৫৭০০ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তথা কিন্ডারগার্টেন, বিভিন্ন এনজিও পরিচালিত প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য লক্ষ্য শিক্ষার্থী তাদের অধিকার থেকে বঞ্চিত হবে। শিক্ষার শুরুতে যদি কমলমতি শিশুরা বৈষম্যের শিকার হয়, তাহলে তাদের বিকশত হওয়ায় বাধাগ্রস্ত হবে বলে আমরা মনে করি। জীবনের শুরুতেই বৈষম্য মুলুক মনোভাব তৈরি করবে, আত্মবিশ্বাস কে দুর্বল করবে। তাই অনতিবিলম্বে এই পরিপত্র বাতিলের জোর দাবি জানায়।


তারা আরও বলেন, ১৯৭২ সালের সংবিধানে শিক্ষা হবে সবার জন্য সমান ও অন্তর্ভুক্তিমুলক এবং প্রত্যেকটি শিশুর মৌলিক অধিকার। তাহলে এই বৈষম্য কেন? ১৯০৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত একই সিলেবাস সরকারি একই নিয়ম মেনে বৃত্তি সহ সমাপনী পরীক্ষায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, কিন্ডারগার্টেনর ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করে অভূতপূর্ব সাফল্যের স্বাক্ষর রেখে এসেছে। এই পরিপত্রে বেসরকারি ও কেজি স্কুলের শিক্ষার্থীদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বলে দাবি করেন। 


পরিশেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন তারা।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ