গত ২৮ জুলাই দৈনিক মুক্ত কাগজ ও সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পত্রিকায় ও অনলাইন নিউজ পোর্টালে ‘ভালুকায় পুত্র সন্তান না থাকায় শিক্ষকের জমি দখলের অভিযোগ ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আমিনুল ইসলাম, হারুন-অর-রশিদ পাঠান, গিয়াস উদ্দিন পাঠান, জাহিদ পাঠান, জেসিমন লিপি ও গিয়াস উদ্দিন পাঠানের স্ত্রী ফাতেমা স্বপ্না।
এক প্রতিবাদ লিপিতে তারা বলেছেন, আমাদেরকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমরা কখনোই তার পুত্র সন্তান না থাকায় সেই সুবিধা নিয়ে এসব কাজে লিপ্ত হইনি। হুমায়ুন কবির পাঠানের জমি বেদখলের পায়তারা, বন্ধককৃত জমিতে বাধা প্রদানসহ তাকে মারপিটের বিষয়টি আদৌ সত্য নয়। বরং আমরা আমাদের বৈধভাবে প্রাপ্ত সম্পত্তিতে বসবাস করতে গেলে স্বপরিবারসহ তিনি নিজে এবং সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদেরকে নানাসময় হুমকি ধুমকি প্রদানসহ মারপিটের ঘটনা ঘটিয়েছেন। ফলে আমরা প্রাণভয়ে অনত্র জায়গায় জমি ক্রয় করিয়া ও বাসা ভাড়া নিয়ে বসবাস করছি।
তাছাড়া প্রকাশিত নিউজের মধ্যে যে ছবি প্রকাশ করা হয়েছে, সেটি হুমায়ুন কবির পাঠানের ভিন্ন ঘটনার ছবি বলে আমরা মনে করছি। কেবলমাত্র আমাদেরকে হেনস্থা করার উদ্দেশ্যে কুচক্রি মহল আমাদের নামে বানোয়াট সংবাদ প্রকাশ করিয়েছে। এই মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ও সংবাদ প্রকাশের ফলে আমরা সামাজিক, মানষিক ও দাফতরিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে পত্রিকা সংশ্লিষ্টদের বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করা উচিত ছিলো বলে আমরা মনে করছি। এমন অসত্য মিথ্যা ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।