হিজলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু।
আপডেট সময় :
২০২৫-০৭-৩০ ২২:৫৬:৫১
হিজলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু।
হিজলা প্রতিনিধি।
বরিশালের হিজলা উপজেলায় মেমানিয়া ইউনিয়নের বাংলা বাজার নামক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হয়েছে। তাৎক্ষনিক ভাবে স্থানীয়রা যুবককে উদ্ধার করে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
৩০ জুলাই, বুধবার সকাল সাড়ে আটটার সময় বাংলা বাজার থেকে দুই দোকানের মধ্যবর্তী ফাঁকা জায়গা দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎ শর্ট সার্কিটে মারা যায় ঐ যুবক।
জানাজায় বিদ্যুৎপৃষ্ট মৃত্যু মুন্না (১৬) চরমেমানিয়া গ্রামের সহিদ বাগার ছেলে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার শেখ আমিনুল ইসলাম জানান, এ সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন সম্পন্ন করতে চায়। তাদের কোনো অভিযোগ না থাকায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের অনুমতি জন্য পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স