মানিকগঞ্জ জেলা দেশ বরেন্য সাংবাদিক সাইদুর রহমান রিমন পরকাল গমণ করে।
আপডেট সময় :
২০২৫-০৭-৩০ ২২:২৭:১৩
মানিকগঞ্জ জেলা দেশ বরেন্য সাংবাদিক সাইদুর রহমান রিমন পরকাল গমণ করে।
মো : নাহিদুর রহমান শামীম, ভ্রাম্যমাণ প্রতিনিধি।
মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা গ্রামের সন্তান আমাদের সকলের প্রিয় কলামিস্ট ও দেশ বরেণ্য সাংবাদিক, দৈনিক বাংলাভূমি পত্রিকার প্রধান সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)-এর প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি হৃদরোগে আক্রান্ত হলে প্রথমে নরওয়ে হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে মুমূর্ষু অবস্থায় তাঁকে গাজীপুরের তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
সবাই দোয়া করবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন। সাইদুর রহমান রিমন সবাই হতে পারবে না। তিনি তাঁর জায়গায় ছিলেন একজন'ই। যেমন তিনি ছিলেন দুর্দান্ত অনুসন্ধানী রিপোর্টার তেমনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে একজন প্রতিবাদী মানুষ। তিনি মফস্বলের অবহেলিত নির্যাতিত সাংবাদিকদের পক্ষে নিয়মিত লেখালেখি করেছেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স